ক্যারিয়ার ভালোভাবেই চলছিল মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেমের। কিন্তু ব্যক্তিগত জীবনে একের পর এক ঝড়ঝাপটার সম্মুখীন হয়ে সম্প্রতি শেহতাজ জানান, ট্রমার মধ্যে আছেন তিনি। এক বছরের মাঝে তার জীবনটা সম্পূর্ণ এলোমেলো হয়ে গেছে বলেও জানান তিনি।
মূলত প্রথমে ২০২২ সালে শেহতাজকে ছেড়ে ওপারে পাড়ি দেন তার বাবা মো. আবুল হাশেম মিয়া। সম্প্রতি মা’কেও হারিয়ে শেহতাজের জীবনটা এখন এলোমেলো।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন শেহতাজ। তারপর মিউজিক ভিডিওতে কাজ করেন। মডেলিং ও মিউজিক ভিডিওর পাশাপাশি তিনি কাজ করা শুরু করেন নাটকেও। ইন্ডাস্ট্রিতে কাজের সুবাদে পরিচয় হয়ে তিনি প্রেমের সম্পর্কে জড়ান গায়ক ও অভিনেতা প্রীতম হাসানের সঙ্গে। এরই মাঝে ২০২২ সালে বাবাকে হারান অভিনেত্রী।
যেখানে বাবাই ছিলেন শেহতাজের সব, সেখানে বাবাকে হারিয়ে ভেঙে পড়েন তিনি। বাবা হারানোর শোক সামলিয়ে উঠতে না উঠতেই অসুস্থ হয়ে পড়েন শেহতাজের মা। যার কারণে পিতৃবিয়োগের তিন মাসের মাথায় ২৮ অক্টোবর প্রীতমের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। কিন্তু শেহতাজ-প্রীতমের বিয়ের এক বছর পেরোতে না পেরোতেই বাবার ঠিকানায় চলে গেলেন শেহতাজের মাও।
এক বছরের মধ্যে জীবনের সবচেয়ে কাছের দুজন মানুষকে হারিয়ে ভেঙে পড়েছেন শেহতাজ। তার কাছে ঘটনাগুলো দুঃস্বপ্নের মতো মনে হয় বলে জানিয়েছেন তিনি।
জীবনের এমন পরিবর্তন মেনে নিতে পারাটা কষ্টের হলেও শেহতাজের ভক্ত ও অনুরাগীদের প্রত্যাশা- খুব শীঘ্রই নিজেকে আবারও সামলে নিয়ে সামনের পথচলার দিকে এগিয়ে যাবে শেহতাজ।