পায়ে অস্ত্রোপচার করে বাড়িতে বিশ্রামের মাঝে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সাথে প্রশ্ন-উত্তর খেলায় দারুণ সময় পার করছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। এর মাঝেই অঙ্কুশের কথায় উঠে এলো তার গোপনে বিয়ে সারার আভাস।
বেশ দীর্ঘদিন অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সাথে প্রেম করছেন অঙ্কুশ। ভক্তদের নানান প্রশ্নের মাঝে একটি প্রশ্ন এমন ছিল যে, ‘তুমি জি বাংলার স্টেজে বলেছিলে যে ঐন্দ্রিলাকে ২০২৩ সালেই বিয়ে করবে। সেই প্রমিজটার কী হলো?’
তার উত্তরে নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে একটি ভিডিও বার্তায় অভিনেতা জানিয়েছেন, ‘এসব জিনিস যে সবসময় জানা যাবে তার কোনো মানে নেই। হতেই পারে যে হয়ে গিয়েছে। কেউ জানে না। এগুলো সব সময় ঢাক ঢোল পিটিয়ে করতে হবে সেটার কোনো মানে নেই।’
এতেই ভক্তদের ধারণা সরাসরি না বললেও গোপনে বিয়ে সেরেছেন এই অঙ্কুশ- ঐন্দ্রিলা জুটি।
উল্লেখ্য, সম্প্রতি অঙ্কুশ প্রযোজিত ও অভিনীত ‘মির্জা’ সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। সেখানে সুমিত সাহিলের পরিচালনায় অঙ্কুশের সাথে জুটি বেঁধেছেন ঐন্দ্রিলা সেন।