প্রাথমিকভাবে ভুল ওষুধের পার্শপ্রতিক্রিয়া থেকে ১৭ ফেব্রুয়ারি মাত্র ১৯ বছর বয়সী সুহানি ভাটনাগর ওরফে ‘দঙ্গল’ সিনেমা খ্যাত ববিতার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছিল। তবে এবার অভিনেত্রীর মৃত্যুর আসল কারণ জানালেন তার পরিবার।
ভারতীয় গণমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সুহানির বাবা পুনিত ভাটনাগর জানিয়েছেন, ‘আমার মেয়ে ডার্মাটোমায়োসাইটিস নামের বিরল রোগে আক্রান্ত হয়েছিলো। এই রোগ ত্বক, মাসল, ফুসফুসসহ শরীরের বিভিন্ন অঙ্গকে প্রভাবিত করে। র্যাশ-ফুসকুড়ি দেখা দেয়। দুর্বল হয়ে যায় আক্রান্ত অংশ। মাস দুয়েক আগে সুহানির হাত ফুলতে শুরু করে। হাতে র্যাশ দেখা দিয়েছিল। কিন্তু রোগটা ধরতে পারছিলাম না। পরে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেলে নেওয়া হলে ডাক্তাররা আমার মেয়ের বিরল রোগের কথা জানান।’
তিনি আরও জানান, ‘এই রোগের জন্য সুহানিকে স্টেরয়েড দেওয়া হয়েছিল। যাতে তা সুহানির রোগপ্রতিরোধের ক্ষমতাকে প্রভাবিত করে। কিন্তু কাজ হয়নি, বরং ওর পুরো শরীর আর ফুসফুসে পানি জমে শুরু করে, ভীষণ শ্বাসকষ্ট দেখা দেয়। ধীরে ধীরে অবস্থার কেবল অবনতি হতে থাকে। একসময় জানতে পারলাম আমার মেয়েটা আর নেই।’
উল্লেখ্য, ২০১৬ সালে আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় কিশোরী ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন সুহানি। এছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি।