৯ ফেব্রুয়ারি হঠাৎ সিনেমার সিন্ডিকেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) নিজের ব্যক্তিগত সোশ্যাল হ্যান্ডেলে অরুণা লেখেন, ‘সিন্ডিকেটের নামে সব গুণী শিল্পীগুলোকে কাজ না দিয়ে ঘরে বসিয়ে রেখে জীবিত মেরে ফেলা হচ্ছে। আর মঞ্চে চলছে দাঁড়িয়ে হাহুতাশ। অসম্মান, অশ্রদ্ধা এসব পাওয়ার জন্য শিল্পীর জন্ম নয়।’
কারো নাম না নিলেও কেন এমন পোস্ট এই বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, ‘অভিনয়শিল্পী আহমেদ রুবেলের মৃ’ত্যু আমাকে নাড়া দিয়েছে। আমার মতে আহমেদ রুবেলের মতো অভিনয়শিল্পী সিন্ডিকেটে কোণঠাসা হয়ে পড়েছিলেন। তাই তার কাজের ব্যস্ততা কমে যায়। সেই রাগ ও ক্ষোভে আমার এমন পোস্ট।’
অরুণা আরও জানিয়েছেন, ‘আজকে আহমেদ রুবেল মারা গেছে। সবাই অনেকে দুঃখ প্রকাশ করতেছে। ঠিকাছে। অনেকে আবার এ বলছেন, তিনি দেরি করে সেটে আসতেন। ফরীদি ভাই (হুমায়ুন ফরীদি) সম্পর্কেও এ রকম বলতে শুনেছি। আরে ভাই, গুণী শিল্পীরা একটু এ রকম হয়। আমি মনে করি, দেশের স্বার্থে, সংস্কৃতির স্বার্থে, শিল্পের স্বার্থে এসব মেনে নেওয়া উচিত। এখনো অনেক গুণী শিল্পী, তাদের সম্মান, শ্রদ্ধা ও যত্নে আগলে রাখা উচিত। কাজের মধ্যে রাখা উচিত। তাদের নিয়ে নতুন সব চরিত্র ভাবা উচিত।’
অভিনেত্রী আরও যোগ করেন, ‘কোথায় যেন দেখলাম পরিচালক আমিতাভ রেজা বলছেন, আহমেদ রুবেল মানুষটা খুব নিঃসঙ্গ ছিলেন। আমি তো বলব, আহমেদ রুবেলকে নিঃসঙ্গ করে দেওয়া হয়েছে। তাকে তো অনেক দিন ধরে কাজই দেওয়া হয়নি। তিনি যদি কাজের মধ্যে থাকতেন, আনন্দেই থাকতেন। মনটা সতেজ থাকত। অথচ আজ মরার পর কতশত নিউজ। কত অ্যাঙ্গেলের নিউজ। অথচ বেঁচে থাকা অবস্থায় যদি এর অর্ধেক গুরুত্ব দিয়েও যদি তার খবর নেওয়া হতো, তার ঢাকা ছেড়ে জয়দেবপুর চলে যাওয়া লাগত না। আমার ধারণা, এসব তাকে অনেক কুড়ে কুড়ে খেয়েছে। কোনো মানুষকে নিসঃঙ্গ করে দেওয়া অপরাধ, যা আহমেদ রুবেলের ক্ষেত্রে ঘটেছে। অথচ তিনি দেখতে সুন্দর, কী বলিষ্ঠ কণ্ঠ, কী অসাধারণ সংলাপ বলতেন—তার তো এভাবে নিঃসঙ্গ হওয়ার কথা নয়। সময় থাকতে আমাদের গুণী অন্য শিল্পীদের নিয়ে এখনই ভাবতে হবে।’