দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী সোহানা সাবা। ৬ ফেব্রুয়ারি সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে ফরমটি সংগ্রহ করেন তিনি।
সাবা জানান, তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। যিনি একজন আওয়ামী লীগপন্থী হওয়ার পাশাপাশি ছিলেন একজন দেশপ্রেমিক। সেই ধারাবাহিকতায়ই তিনি আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে চাচ্ছেন।
অভিনেত্রী আরও কথা বলেন তার আগের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে। সাবা বলেন, ‘কার্যত আমি সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। তবে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি। কিন্তু কখনো আমি এভাবে ভাবিনি যে, সরাসরি রাজনীতিতে অংশ নেব। আমার বাবা রাজনীতি করতেন, কিন্তু আমি কখনো ভাবিনি যে আমিও রাজনীতি করব।’
সাবা মনে করেন, তিনি সবসময় সাধারণের মতোই চলাফেরা করেন। তাই সবার ভাষা বুঝতে সহজ হবে অভিনেত্রীর জন্য।
প্রসঙ্গত, নাচের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও সাবা বর্তমানে একজন অভিনয়শিল্পী হিসেবে বেশি পরিচিত। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘আব্বাস’ ইত্যাদি।