Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫

নীরবে শুটিং সারলেন তানজিন তিশা!

সঞ্জয় সমদ্দার ও তানজিন তিশা (বাম থেকে) । ছবি: সংগৃহীত


তানজিন তিশা অভিনীত নতুন ওয়েব ফিল্মের নাম ‘পয়জন: অ্যাকসেস অব অ্যানিথিং’য়ের শুটিং ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে বেশ নীরবেই শেষ করেন নির্মাতা সঞ্জয় সমদ্দার।

এভাবে গোপনে শুটিং করা প্রসঙ্গে নির্মাতা জানান, “আমরা চেয়েছি কাজটা শেষ করে তবেই সবাইকে জানাবো। তাই নীরবে কাজটা শেষ করেছি। আসলে কাজটি মনোযোগ দিয়ে করতে চেয়েছি। সব শিল্পী-কলাকুশলীর আন্তরিকতায় শেষ পর্যন্ত সেভাবে শেষ করতে পেরেছি।”

নির্মাতা সঞ্জয় ওয়েব ফিল্মটির প্রেক্ষাপট নিয়ে জানান, “গল্পটা সাসপেন্স থ্রিলার, আছে নির্মমতা। একেকটা মানুষ টিকে থাকার জন্য কত রকমের যুদ্ধ করে, সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। এ ধরনের গল্পে আগে কখনো কাজ করিনি। তিশার চরিত্রটিও অদ্ভুত টাইপের। একটার পর একটা খুনের ঘটনা ঘটে। চিন্তা আছে আগামী ঈদুল ফিতর বা ঈদুল আজহায় এটি মুক্তি দেওয়ার।”

‘পয়জন: অ্যাকসেস অব অ্যানিথিং’ রচনা করেছেন মামুনুর রশিদ তানিম। ওয়েব ফিল্মে তানজিন তিশা ছাড়াও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, টাইগার রবি, রওনক রিপন, আব্দুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগসহ আরও অনেকে। 

উল্লেখ্য, গত নভেম্বরে তানজিন তিশার ‘আ’ত্মহ’ত্যার চেষ্টা’ কিংবা ‘ফুড পয়জনিং’ নিয়ে যে কাহিনী, গড়ালো ডিবি অফিস পর্যন্ত। তারপরে একেবারেই পর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে। বেশ ভালো বিরতির পর নতুন ওয়েব সিরিজে আসার ঘোষণা দিলেন অভিনেত্রী তানজিন তিশা।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউড সিরিজে অভিনয় করছেন আরিফিন শুভ

মুক্তিযুদ্ধ নিয়ে বলিউড সিরিজ, থাকছেন আরিফিন শুভ কলকাতার নির্মাতা সৌমিক সেন কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন…

ভেনিস উৎসব ২০২৫

ভেনিস উৎসব ২০২৫ : পুরস্কার বিজয়ীর তালিকা ও খবর ভেনিস উৎসব ২০২৫ এ সেরা চলচ্চিত্র ও অভিনয়কারীদের বিজয়ীর তালিকা…
ভেনিস উৎসব ২০২৫

ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ বিশ্বজুড়ে যখন গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে…
ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
0
Share