‘এম আর-৯: ডু অর ডাই’ সিনেমার পর আবারও ‘মাসুদ রানা’ সিরিজ অবলম্বনে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। তবে এবার অভিনেতা এবিএম সুমন নয়, বাংলাদেশ পেতে যাচ্ছে নতুন মাসুদ রানা। ভক্ত ও অনুরাগীদের সারপ্রাইস দিয়ে অভিনেতা অনন্ত জলিল যুক্ত হয়েছেন জাজের নতুন এই সিনেমায়। সাথে আছেন অভিনেতার সহধর্মিণী ও অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা।
প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনের অমর সৃষ্টি ‘মাসুদ রানা’ সিরিজের ‘অপারেশন চিতা’ শীর্ষক উপন্যাস থেকে নির্মাণ করা হবে ছবিটি। সিনেমার নাম- ‘চিতা’।
৩১ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেছে ‘চিতা’ সিনেমার একটি মহরত এবং শিল্পী ও কলাকুশলীদের পরিচিতি অনুষ্ঠান। সেখানেই অভিনয়শিল্পী হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে অনন্ত-বর্ষা দম্পতিকে। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মত জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত কোনো সিনেমায় কাজ করতে যাচ্ছেন অনন্ত ও বর্ষা। তাদের সাথে পর্দায় আরও দেখা যাবে অভিনেত্রী আলিশা ইসলামকে।
আরও জানা গেছে, ‘চিতা’ পরিচালনা করবেন জাজ কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস। মে মাসে শুরু হবে ছবিটির শুটিং। শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে দুর্দান্ত কয়েকটি ভেন্যু। বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে শুটিং করা হবে।
প্রসঙ্গত, এর আগে ‘মাসুদ রানা’ সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত হয়েছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় ‘এমআর-৯ : ডু অর ডাই’ সিনেমাটি। ২০২৩ সালের ২৫ আগস্ট মুক্তি পাওয়া সিনেমাটিতে বাংলাদেশের অভিনয়শিল্পী ছাড়াও কাজ করেছিলেন হলিউড ও বলিউডের বেশ কয়েকজন তারকা। যদিও বক্স অফিসে সাফল্যের মুখ দেখতে পায়নি সিনেমাটি।