২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে বলিউডের অভিনয়শিল্পী হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ফাইটার’। একদিকে যখন অগ্রিম টিকিট বিক্রিতে সিনেমাটির দাপট আছে অব্যাহত, অন্যদিকে হৃতিক-দীপিকার মধ্য*প্রাচ্যের ভক্তদের জন্য আসলো দুঃসংবাদ।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যানুযায়ী, আরব আমিরাত ব্যতিত গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) অন্তর্ভুক্ত দেশগুলোতে নি”ষিদ্ধ করা হয়েছে ‘ফাইটার’।
বলিউড বাণিজ্য বিশ্লেষক ও প্রযোজক গিরিশ জোহর একটি টুইটে লিখেছেন, “বিপত্তি, ফাইটার আনুষ্ঠানিকভাবে থিয়েটারে মুক্তির জন্য মধ্যপ্রাচ্যজুড়ে নি”ষিদ্ধ হয়েছে। শুধু সংযুক্ত আরব আমিরাতে ‘পিজি ১৫’ (প্রাপ্তবয়স্কের জন্য) ক্যাটাগরিতে মুক্তি পাবে!”
এদিকে ‘ফাইটার’ সিনেমা নিয়ে নিন্দার ঝড় উঠেছে পাকিস্তানে। সমালোচকদের তালিকায় আছেন পাকিস্তানের জনপ্রিয় কয়েকজন অভিনয়শিল্পীও। অভিনেত্রী হানিয়া আমির, অভিনেতা আদনান সিদ্দিকীসহ আরও বেশ কয়েকজন তারকারা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন সিনেমাটি নিয়ে। এমনকি হানিয়া তো দাবি করেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতেই এই সিনেমাটি তৈরি করা হয়েছে।
উল্লেখ্য যে, ‘ফাইটার’ সিনেমার মাধ্যমেই প্রথমবারের মত পর্দায় জুটি বেঁধেছেন হৃতিক ও দীপিকা। সিনেমায় স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের গ্রিক গড। আর স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায় দেখা যাবে দীপিকা।