‘টুয়েলভথ ফেইল’ যেন পরিচালক বিধু বিনোদ চোপড়ার অপূর্ব এক নির্মাণ। সিনেমায় যদিও নেই কোন বড় তারকা। নেই নজরকাড়া অ্যাকশন বা গ্রাফিক্সের কাজ। বাস্তব জীবন থেকে নেওয়া খুব সাধারণ একটা গল্প। অথচ সিনেমাটি ছাড়িয়ে গেছে ‘ওপেনহেইমার’ ও ‘বার্বি’র মত বক্স অফিস দাপানো সিনেমাগুলোকেও!
ওটিটিতে আসছে তটিনী-ইয়াশের ফিল্ম ‘তোমার জন্য মন’
ওয়েব ফিল্ম ‘তোমার জন্য মন’ দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। মফস্বলে…