দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নিজের হারের কথা ভোটের সকালেই আঁচ করেছিলেন তিনি। তাই জিততে না পারলেও হতাশ হননি মাহি।
মাহিয়া মাহির নির্বাচনী হার নিয়ে মিডিয়াপাড়ায় চলছে নানান রকম ট্রল। এই বিষয়ে গণমাধ্যমকে অভিনেত্রী জানান, “আমার সাথে ট্রল তো নিয়মিতই হয়। আমি ইউজড টু। তবে ট্রলকারীদের বলবো একটা কথা, মানুষকে এভাবে ট্রল করা ঠিক না। একটা মেয়ে হয়ে নির্বাচন করেছি। আপনারা বা আপনাদের কাছের কেউ নির্বাচন করলে তখন বুঝতে পারবেন, এটা কতটা কঠিন।”
রাজশাহী-১ আসন থেকে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী প্রসঙ্গে কিছুটা খারাপ লাগা থেকেই উত্তর দেন মাহি। জানান, “তিনি তো জমিদার সাহেব, তার সাথে তো আমার যুদ্ধ, তিনি কেন আমার সাথে কথা বলবেন? তিনি আসলে সেই রকম নন। ভীষণ অ্যারোগেন্ট।”