ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অভিনেতা শাকিব খান। ২ জানুয়ারি দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে করে রওনা হয়েছেন তিনি।
বর্তমানে একের পর এক সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন শাকিব। এতো ব্যস্ততার মাঝেও দীর্ঘদিন পর মক্কায় যাচ্ছেন তিনি। এর আগেও একাধিকবার ওমরাহ পালন করেছেন ‘প্রিয়তমা’ খ্যাত এই তারকা।
ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে শাকিবের। জানা গেছে, ঢাকা ফিরে প্রথমে ‘দরদ’ সিনেমার ডাবিংয়ে অংশ নিতে ভারতে যাবেন তিনি। ‘দরদ’-এর ডাবিং শেষ করে ঢাকায় ফিরে শাকিব শুরু করবেন ‘রাজকুমার’ সিনেমার শুটিং। সিনেমাটির বাংলাদেশ অংশের শুটিং অনেকটাই করা হয়েছে। আর বাকি অংশের শুটিং যুক্তরাষ্ট্রে করা হবে।
প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ ছবির সুবাদে ২০২৩ সালটা দারুণভাবে কেটেছে শাকিব খানের। এরপর একের পর এক সিনেমার ঘোষণা দিয়ে দর্শকদের বারবার মন জয় করে নিয়েছেন এই তারকা।