পবিত্র ওমরাহ পালন করতে ঢালিউডের তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা গিয়েছেন সৌদি আরবে। সাথে আছেন তাদের দুই ছেলে আরিজ ও আবরার।
জানা গেছে, ২০ ডিসেম্বর রাতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অনন্ত ও তার পরিবার। তাদের সেখানে আগামী দশদিন থাকার কথা রয়েছে।
এদিকে অনন্ত তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে মসজিদে কুবায় ধারণ করা একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, “মসজিদে কুবা ইসলামের ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ। মহানবী (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবায় এ মসজিদ নির্মাণ করেন। হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। মসজিদের নির্মাণকাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং রাসুল (সা.) অংশগ্রহণ করেন।”
এরপরই অভিনেতা যোগ করেন, ”আমি আমার পরিবারকে নিয়ে এখানে এসেছি। মহান আল্লাহতালা যেন আমাদের ওমরাহ হজ কবুল করেন।”
পরবর্তীতে আরও একটি ভিডিও পোস্ট করেন অনন্ত। ভিডিওটিতে দেখা যাচ্ছে মসজিদে বসে কোরআন তিলাওয়াত করছে অনন্ত-বর্ষা দম্পতির দুই ছেলে আরিজ ও আবরার। এছাড়াও সৌদি আরব থেকে কয়েকটি ছবিও পোস্ট করেছেন অভিনেতা।
প্রসঙ্গত, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সর্বশেষ ছবি ছিল ‘কিল হিম’। যা একটি অ্যাকশনধর্মী চলচ্চিত্র। মুক্তির অপেক্ষায় আছে এই দম্পতির ‘নেত্রী দ্য লিডার’ শীর্ষক পরবর্তী সিনেমা ।