অভিনেতা শাহরুখ খানের বাংলাদেশি ভক্তদের জন্য আবারও সুখবর বয়ে আনলেন অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠানের কর্ণধার অনন্য মামুন। ‘পাঠান’ ও ‘জাওয়ান’ সিনেমার পর বলিউড বাদশাহ’র সিনেমা ‘ডানকি’-ও মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে। তাও আবার ভারতের মুক্তির দিন সাড়া বিশ্বের সাথে একই দিনে বাংলাদেশেও মক্তি পাবে সিনেমাটি।
২১ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় আছে ‘ডানকি’। ছবিটি বাংলাদেশে মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই পাওয়া গেছে অনুমতি। তাই মামুন নিশ্চিত করেছেন সবকিছু ঠিক থাকলে একই দিনে সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার ব্যপারটি।
বাংলাদেশে ‘ডানকি’ আমদানি করছে অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট। কয়েকদিন থেকেই প্রতিষ্ঠানটির কর্ণধার মামুন পোস্ট করছেন ‘ডানকি’ নিয়ে বিভিন্ন বার্তা। শাহরুখ খানের একটি বার্তার ভিডিও শেয়ার করে মামুন লিখেন, “সারা বিশ্বের সাথে একই দিনে বাংলাদেশ শুভমুক্তি”। এরপর আরেকটি স্ট্যাটাস দিয়ে তিনি জানান, “ডানকি রিলিজ করে একটা ট্যুরে যেতে চাই। শেষ তিন মাস ঘুম নাই। কোথায় যাবো?”
অর্থাৎ, বাংলাদেশের শাহরুখ ভক্তদের উপহার দিতে প্রস্তুত মামুন। উপহারের ব্যবস্থা করেই নিশ্চিন্তে ঘুরতে যেতে চান তিনি।
প্রসঙ্গত, বিগত ছয় বছরে কিং খানের সবচেয়ে কম বাজেটের সিনেমা বলা হচ্ছে ‘ডানকি’-কে। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মত ‘থ্রি ইডিয়টস’ খ্যাত পরিচালক রাজকুমার হিরানীর সাথে কাজ করেছেন শাহরুখ। ছবিটিতে আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল ও বোমান ইরানির মত তারকারা।