কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১০ ডিসেম্বর যোগ দিয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। সেখানে সাংবাদিক সম্মেলনে নানা বিষয়ের পাশাপাশি সিনেমার ছাড়পত্র পাওয়া নিয়েও কথা বলেন পরিচালক।
ভারতীয় গণমাধ্যমের খবরে, ‘কেনেডি’ প্রসঙ্গে অনুরাগ বলেন, “কান উৎসবে ছবিটি প্রদর্শিত হলেও সেই ভিড়কে হার মানায় বোম্বের চলচ্চিত্র উৎসব। আর বোম্বের ভিড়কেও হার মানায় কলকাতার চলচ্চিত্র উৎসবের ভিড়কে।”
ছবির সেন্সরশিপ নিয়ে প্রশ্ন করা হলে পরিচালক বলেন, “কোনও ছবিকে ঘিরে কতটা প্রতিক্রিয়া দেখা দেয়, তা দেখে সেন্সর বোর্ড পরবর্তী ছবিকে ছাড়পত্র দেওয়ার ব্যাপারে নীতি নির্ধারণ করে। আর আমি এই রকম সেন্সরশিপের বিরোধী।
অনুরাগ কাশ্যপ নিজের সেন্সর বোর্ডে থাকতে চাওয়ার ইচ্ছা নিয়ে জানান, “না, আমি কখনও সেন্সর বোর্ডে থাকতেই চাই না। কারন আমি যদি সেন্সর বোর্ডে থাকতাম, তবে আমি সব ছবিকে ছাড়পত্র দিতাম।”