কয়েক বছর থেকেই কিছুটা রোগা হয়ে গেছেন কলকাতার সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। অনেক সময়ই তিনি থাকেন কিছুটা আড়ালে। যার ফলে গুঞ্জন ওঠে, ক্যানসার হয়েছে এই গায়কের। তবে সব গুঞ্জন তিনি এবার মিথ্যা বলে উড়িয়ে দিলেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “মানুষ প্রতিবারই নানা ধরনের প্রেডিকশন করে। আর সবাই সেটা সত্যি বলেই ধরে নেন। কেউ বলেন নচিকেতা আর শো করতে পারছেন না। আবার কারও মতে আমার ক্যানসার হয়েছে।”
গায়ক আরও যোগ করেন, “অনুষ্ঠান শেষে গ্রিনরুমে যাদের সঙ্গেই দেখা হয়, সবাই একটাই প্রশ্ন করেন, শরীর ভাল তো? বুঝে নিতে হবে ওর কাছে আর কোনও প্রশ্ন জিজ্ঞাসা করার নেই। আর কতবার বলব আমার ক্যানসার হয়নি। আপনারা বলে বলে করিয়ে দেবেন এবার। আমায় দেশের অর্থনীতি থেকে নতুন লেখার বিষয়ে কেউ জিজ্ঞাসা করুন।”
অর্থাৎ, ক্যানসারে আক্রান্ত না হওয়ার পরও মানুষের প্রেডিকশনে অপ্রস্তুত অবস্থার সম্মুখীন হতে হয় নচিকেতাকে। তাই ক্যানসার ও শারীরিক অবস্থা নিয়ে মানুষের প্রশ্নে রীতিমত বিরক্ত তিনি।
উল্লেখ্য, সংগীতের জগতে নচিকেতা পার করেছেন ৩০ বছরেরও বেশি সময়। এরপরও এক বিন্দু জনপ্রিয়তা কমে যায়নি তার। এই গায়কের ভক্তদেরও তাই প্রত্যাশা, সুস্থ থাকুক তাদের প্রিয় শিল্পী। সাথে তিনি একের পর এক গান উপহার দেক তার ভক্ত ও অনুরাগীদের।