৪ ডিসেম্বর দুপুরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মনি।
চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক তার ফেসবুকে মৃত্যুর খবর নিশ্চিত করে একটি পোস্টে লেখেন, “বীর মুক্তিযোদ্ধা, গুণী পরিচালক, সবার প্রিয় মানুষ, নূর মোহাম্মদ মনি ভাই আর আমাদের মাঝে নেই। আজ দুপুর ২:১০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। মহান মালিক তার আত্মাকে শান্তি প্রদান করুন। আমিন।”
সূত্রের খবরে, ৪ ডিসেম্বর সকাল থেকেই পরিচালক নূর মোহাম্মদ মনির বুকে ব্যথা ছিল। তারপর হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, নূর মোহাম্মদ মনি ১৯৯৮ সালে সুপারহিট ‘ঘাটের মাঝি’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তারপর একে একে দর্শকদের উপহার দিয়েছেন ‘প্রতিশ্রুতি’, ‘রাজা কেন সন্ত্রাসী’, ‘পদ্মা আমার জীবনের মত অসাধারণ সিনেমা।