আসন্ন দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে এবারের ‘ব্যান্ড মিউজিক ডে’ উদযাপন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েও বেশ ছোট পরিসরে ২ ডিসেম্বর চ্যানেল আইয়ের চেতনা চত্বরে অনুষ্ঠিত হয় ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০২৩’।
এবারের আসরে পারফর্ম করেছে অবসকিওর, আর্ক, ভাইকিংস, চাইম, ব্ল্যাক, মেকানিক্স, মেহরীন, স্টোন, এফ মাইনর, নাটাই, ব্রহ্মপুত্র ও তরুণ ব্যান্ড সহ চ্যানেল আই সেরাকণ্ঠ ৭ম সিজনের শিল্পীরা।
আয়োজনে পরিচালকের দায়িত্বরত ইজাজ খান বলেন, “আইয়ুব বাচ্চুর দেখা সেই স্বপ্ন আরও বিস্তৃত পরিসর পায় ২০২২ সালে। অনেক বড় পরিসরে আর্মি স্টেডিয়ামে উৎসবটি আয়োজন করা হয়েছিল। আমাদের উদ্যোগের সাথে যুক্ত হয় বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। আমরা এবারও জমকালো আয়োজনে কনসার্ট আয়োজন করার পরিকল্পনা করেছিলাম। তবে এ বছর নির্বাচনী কার্যকলাপের কারণে সেটি বিস্তৃত পরিসরে না হলেও ছোট পরিসরে করতে পেরেছি, এটাই বড় বিষয়।”
উল্লেখ্য, প্রায় এক দশক আগে কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’।