এক দিনের ব্যবধানে মুক্তি পাচ্ছে ‘ডাঙ্কি’ ও ‘সালার’। প্রভাসের সিনেমা বাজার তেমন ভালো যাচ্ছে না, তার উপর শাহরুখ খানের ডাঙ্কি’র সাথে টেক্কা দিয়ে পেক্ষাগৃহে দেখানো হবে ‘সালার’। কিন্তু নিজের সিনেমা নিয়ে আত্মবিশ্বাসী ‘সালার’ নির্মাতা প্রশান্ত নীল তাই ‘ডাঙ্কি’ মুক্তি নিয়ে চিন্তিত নন তিনি।
ভারতীয় গণমাধ্যমকে প্রশান্ত নীল জানান, “সত্যি বলতে, লড়াই কেউই চায় না। এটা একদম নতুন কারও সাথে হোক বা ভারতীয় সিনেমার সবচেয়ে বড় তারকার সাথে। তবে অন্য কারও সিনেমার জন্য নিজের সিনেমার মুক্তির তারিখ পরিবর্তন করা খুব অপ্রীতিকর ব্যাপার।”
তিনি আরও বলেন, “বড় ছবি দেখে আমরা ভীত নই। রাজকুমার হিরানি স্যার আমার প্রিয় নির্মাতাদের একজন। আমি অবশ্যই ‘ডাঙ্কি’ দেখতে যাবো। আমি জানি যে, এটা অনেক বড় একটি ছবি। বরং আমাদের সবচেয়ে বড় ভয় হলো, দর্শক ছবিটা পছন্দ করবে কিনা।”
উল্লেখ্য, ২১ ডিসেম্বর পেক্ষাগৃহে আসছে ‘ডাঙ্কি’ আর ঠিক একদিন পড়ে ২২ ডিসেম্বর আসবে ‘সালার’। ৪০০ কোটির মতো বিশাল বাজেটে তৈরি ‘সালার’ নাকি বলিউডের কিং খানের ৮৫ কোটি বাজেটের ‘ডাঙ্কি’ বক্স অফিসে কে করবে বাজিমাত? উত্তরটা এখন সময়ের অপেক্ষা মাত্র।