অভিনেত্রী জয়া আহসানের বলিউডের সিনেমা ‘কড়ক সিং’-এর প্রিমিয়ার হতে যাচ্ছে ভারতের দিল্লি, মুম্বাই ও কলকাতায়। প্রিমিয়ারের সময় ভারতে থাকবেন এই অভিনেত্রী।
সম্প্রতি ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘কড়ক সিং’। সেই প্রদর্শনী শেষে বাংলাদেশে ফিরেই ভারতে ছবিটির প্রিমিয়ারের খবর জানিয়েছেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জয়া। অভিনেত্রী জানান, দিল্লি, মুম্বাই ও কলকাতা- তিন জায়গার প্রিমিয়ারের সময়ই তিনি উপস্থিত থাকছেন। প্রথমে দিল্লি, এরপর মুম্বাই ও কলকাতায় যাওয়ার কথা রয়েছে তার।
জয়ার ভাষ্যমতে, “’কড়ক সিং’ আমার অভিনীত প্রথম হিন্দি সিনেমা। সেই সঙ্গে খুব ভালো লাগার একটি কাজ। ভারতের তিনটি জায়গায় এই সিনেমার প্রিমিয়ার হতে যাচ্ছে, এটা অনেক আনন্দের খবর আমার জন্য।”
পাশাপাশি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অন্যান্য তারকাদের সাথে দারুণ সময় কাটানোর কথাও শেয়ার করেছেন তিনি। এই ব্যাপারে জয়া বলেন, “আমার চারটি সিনেমা প্রদর্শিত হয়েছে। এর মধ্যে ‘কড়ক সিং’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। ‘ফেরেশতে’ সিনেমা দেখানো হয়েছে একটি প্রতিযোগিতা বিভাগে।” তিনি আরও বলেন, “এত বড় উৎসবে গিয়ে শিল্পী হিসেবে একটা প্রাণশক্তি পেয়েছি। এই শক্তি নিয়ে পথ চলতে চাই। এই শক্তি আমাকে আরও ভালো ভালো সিনেমা করার প্রতি আগ্রহী করে তুলবে। আমি মনে করি এই শক্তির প্রয়োজন আছে।”
উল্লেখ্য, ’কড়ক সিং’ সিনেমায় বলিউডের অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সাথে অভিনয় করেছেন জয়া। এই সিনেমায় আরও অভিনয় করেছেন ‘দিল বেচারা’ খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংঘী ও মালয়ালম অভিনেত্রী পার্বতী।