বিশ্বব্যাপী টাইগার থ্রি’ মুক্তি পেয়েছে ১২ নভেম্বর। কিন্তু এখনও তথ্য মন্ত্রণালয় থেকে বাংলাদেশে মুক্তির অনুমতি পায়নি ছবিটি।
২৮ নভেম্বর জাজ মাল্টিমিডিয়া নিজেদের সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, “১২ নভেম্বর একসাথে বাংলাদেশেও মুক্তি দেয়ার কথা ছিল ‘টাইগার থ্রি’। কিন্তু এত দিন পরেও মুক্তির অনুমতি পায়নি ছবিটি।”
যদিও এই বিষয়ে চিন্তিত নয় জাজ মাল্টিমিডিয়া। বরং তারা এইভেবে আনন্দিত যে, তথ্য মন্ত্রীর এমন সিদ্ধান্তে দেশের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য কতটা চিন্তিত। বাংলা সিনেমার যাতে ক্ষতি না হয় এই ভেবে টাইগার থ্রি’ দেশে আমদানি করা হচ্ছে বলে জাজ মাল্টিমিডিয়ার ধারণা।
জাজ কর্তৃপক্ষ আশা করছে, সব সময়ের জন্য ভারতীয় সিনেমা আমদানি বন্ধ করে বাংলাদেশের হল গুলোতে, বাংলা সিনেমা নির্বিঘ্নে চলার ব্যবস্থা করবেন তথ্যমন্ত্রী।