আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে ভোটের লড়াইয়ে নামতে যাচ্ছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। দেশের সীমানা পেরিয়ে টলিউডের তারকাদের মাঝেও পৌঁছে গেছে এই খবর। এতে উচ্ছ্বসিত হয়ে প্রয়োজনে ঢাকায় এসে ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ইচ্ছা প্রকাশ করেছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
মূলত ২৮ নভেম্বর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের পাশাপাশি ফেরদৌসের কাছে জানতে চাওয়া হয় কলকাতার বিনোদন জগত থেকে কারা শুভেচ্ছা জানিয়েছেন তাকে তা নিয়ে। এই প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, অনেকেই তাকে জানিয়েছেন শুভেচ্ছা। পাশাপাশি তিনি নাম নিয়েছেন ঋতুপর্ণার।
ফেরদৌসের ভাষ্যমতে, “ঋতুপর্ণা সেনগুপ্ত আমার খুব ভালো বন্ধু। ও তো বলেছে প্রয়োজনে ঢাকায় এসে আমার জন্য ভোটের প্রচারও করবে।” এরপর মজার ছলে অভিনেতা বলেন, কলকাতায় যে কাণ্ড ঘটিয়েছিলেন তা নাকি তিনি মনে করিয়ে দিয়েছেন অভিনেত্রীকে।
প্রসঙ্গত, ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে কলকাতার এক নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিতর্কের শিকার হয়েছিলেন ফেরদৌস। যার কারণে অন্তত দুই বছর ভিসা জটিলতায় ভারতে যেতে পারেননি তিনি।