ইন্দ্রাশিস আচার্যের পরিচালনায় ‘গাজনের ধুলোবালি’ নিয়ে পর্দায় আসছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ২০২৪ সালেই মুক্তির কথা রয়েছে ছবিটির। একসাথে নিজেদের ৫০তম ছবিতে আসছেন ঋতুপর্ণা-ঋত্বিক জুটি।
সূত্রের খবরে, ভারতের মুর্শিদাবাদে এরই মধ্যে শুরু হয়েছে ছবির শুটিং। নিখোঁজ স্বামীর খোঁজে প্রত্যন্ত গ্রামে গিয়ে স্থানীয় এক প্রভাবশালীর সঙ্গে টক্করে নেমে অমৃতা জড়িয়ে পড়েন নানান জটিলতায়। এই প্রবাহেই এগিয়ে চলে গল্প।
ক্রাইম থ্রিলার ধাঁচের সিনেমাটিতে স্বামী-স্ত্রীর ভুমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত ও ঋত্বিক চক্রবর্তীকে। গাজনের ধুলোবালি’তে ঋতুপর্ণা-ঋত্বিক ছাড়াও আরও থাকছেন লোকনাথ দে, শ্রেয়া সিংহ, দেবপ্রসাদ হালদারসহ অনেকে।