Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

মিস ইউনিভার্সে প্রথম হতে মিথিলার দরকার ৫০ হাজার ভোট  

মিস ইউনিভার্সে প্রথম হতে মিথিলার দরকার ৫০ হাজার ভোট

বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মিথিলা

‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর চলছে থাইল্যান্ডে। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। এবারের প্রতিযোগিতায় ১২১টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করছেন মিথিলা। ভোটের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসে ইতিমধ্যেই আলোচনায় চলে এসেছেন তিনি। তবে মিস ইউনিভার্সে প্রথম হতে মিথিলার দরকার ৫০ হাজার ভোট।

মিস ইউনিভার্স বাংলাদেশ-এর অফিসিয়াল ফেসবুক পেইজে বুধবার (১২ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ‘পিপলস চয়েজ’ বিভাগে ১ লাখ ৯২ হাজার ৩১৩ ভোট পেয়ে মিথিলা ছিলেন তৃতীয় অবস্থানে।

তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের এই তারকা আরও এক ধাপ এগিয়ে যান। ভোরে দেখা যায়, তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। বর্তমানে ভোটে তার অবস্থান সেই দ্বিতীয় স্থানেই, আর এই সাফল্যে দেশজুড়ে চলছে উচ্ছ্বাস।

অন্যদিকে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টার মিস ইউনিভার্স বাংলাদেশ-এর অফিসিয়াল ফেসবুক পেইজে বলা হয় মিস ইউনিভার্সের মঞ্চে প্রথম স্থানে যেতে বাংলাদেশের মিথিলার দরকার ৫০ হাজার ভোট।

জানা গেছে ভোট চলবে ১৯ নভেম্বর পর্যন্ত, আর মিথিলার ভক্তরা নিরলসভাবে তাকে এগিয়ে রাখার চেষ্টা করছেন। শুধু ‘পিপলস চয়েজ’ নয়, মিথিলা এগিয়ে আছেন আরও কয়েকটি বিভাগে ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’(প্রথম), ‘মিস কনজেনিয়ালিটি’ (দ্বিতীয়), ‘বেস্ট ইভিনিং গাউন’ (দ্বিতীয়) ও ‘বেস্ট স্কিন’ (তৃতীয়) বিভাগেও।

বর্তমানে ফুকেটের ইভেন্ট শেষ করে সেখানেই চলছে পরবর্তী রাউন্ডের প্রস্তুতি। সকালে মিথিলা তার ফেসবুক পেজে দ্বিতীয় স্থানে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

 বাংলাদেশের সকল ভক্ত ও অনুরাগীদের তার পাশে থাকার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন।

এছাড়াও তিনি লিখেছেন, প্রতিযোগিতার বিচার প্রক্রিয়ায় ভোটের পাশাপাশি বিচারকদের রায়ও গুরুত্বপূর্ণ। তবে আমি এখন পর্যন্ত সব ইভেন্টেই ভালো পারফরম্যান্স দিতে পেরেছি বলে মনে হচ্ছে। দেশের মানুষের ভালোবাসা ও ভোট আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিজয় থালাপাতির শেষ সিনেমা- মুক্তির আগেই আয় ৪০০ কোটি  

মুক্তির ২ মাস আগেই ৪০০ কোটি আয় অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে গেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয়।…
বিজয় থালাপাতির শেষ সিনেমা

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা ধর্মেন্দ্র

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র অবশেষে বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে নিয়ে গত…

জানা গেল শাকিল খানের মেয়ের পছন্দের নায়কের নাম

‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫’ একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান। সম্প্রতি শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা…
জানা গেল শাকিল খানের মেয়ের পছন্দের নায়কের নাম

ঢাকায় এলেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা

অভিনেতা আহাদ রাজা মীর একটি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এলেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা ।  তার এই আগমনে…
ঢাকায় এলেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা
0
Share