নতুন পর্বে রাজকীয় লুকে পাশা-কাবিলারা
বছরের শুরুতেই ‘ব্যাচেলর পয়েন্ট’ দর্শকদের জন্য বড় চমক। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিকের পঞ্চম সিজনের নতুন আট পর্ব মুক্তি পেয়েছে। পাশা, কাবিলা ও হাবু ভাইদের রাজকীয় লুকে দেখা গেছে। নির্মাতা অমি ও ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নতুন লুক প্রকাশ করেছেন। ৫৭ থেকে ৬৪তম পর্বে চরিত্রগুলোর নতুন লুক কৌতূহল সৃষ্টি করেছে।

স্পর্শ-অন্তরাকে ঘিরে নতুন কৌতূহল তুঙ্গে
এবার মূল আকর্ষণ অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার এন্ট্রি। এই পর্বগুলোতে দেখা যাবে স্পর্শের আগমনে ব্যাচেলরদের জীবনে সৌভাগ্য আসে নাকি নতুন বিপদ। অন্তরা চরিত্র নিয়েও চলছে উত্তেজনা। মুক্তির পর থেকেই দর্শকদের প্রতিক্রিয়া দেখে তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

মুক্তির পর অভূতপূর্ব সাড়া, উচ্ছ্বসিত বঙ্গ
বঙ্গ কর্তৃপক্ষ জানায়, ব্যাচেলর পয়েন্ট দর্শকদের ভালোবাসার আরেক নাম। দর্শকদের সেই ভালোবাসার প্রতিদান দিতেই বছরের শুরুতে আমরা নিয়ে এসেছি চ্যাপ্টার ৮। রিলিজের পর দর্শকদের যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি।

ধারাবাহিকটির নির্মাতা কাজল আরেফিন মনে করেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ এর নারী চরিত্রগুলো বরাবরই দর্শকের কাছে জনপ্রিয় হয়েছে। তিনি বলেন, ‘দর্শকের চাহিদা বিবেচনায় নতুন চরিত্র যোগ করার প্রয়োজন ছিল। তাই স্পর্শিয়াকে যুক্ত করা হয়েছে এবং অন্তরাকে ফিরিয়ে আনা হয়েছে।’ তাঁর মতে, দুটি চরিত্র কাছাকাছি সময়ে আসায় ধারাবাহিকটি নতুন গতি পেয়েছে।