Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫

চিত্রনায়ক রিয়াজের মৃত্যু নিয়ে গুজব

রিয়াজের মৃত্যু নিয়ে গুজব
ছবি: চিত্রনায়ক রিয়াজ

রিয়াজের মৃত্যু সংবাদে যা জানাল পরিবার

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই চিত্রনায়ক রিয়াজের মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে ছড়ে।  এতে ভক্তদের মধ্যে তৈরি হয় আতঙ্ক।  কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মেও একই ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়।  তবে, পরিবার নিশ্চিত করেছে নায়ক রিয়াজের মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

বুধবার রাতে রিয়াজের স্ত্রী জানান, তিনি জীবিত আছেন এবং সুস্থ রয়েছেন। যেখানে আছেন, ভালো আছেন। পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন।

রিয়াজের মৃত্যু নিয়ে গুজব
সংগৃহীত

দীর্ঘদিন ধরে আত্মগোপনে আছেন রিয়াজ

জানা গেছে, গত বছরের আগস্টে ছাত্রজনতার আন্দোলনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন এই ঢালিউড অভিনেতা। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রিয়াজের কোনো প্রকাশ্য উপস্থিতি নেই। চলচ্চিত্রাঙ্গনের সঙ্গেও বর্তমানে তার তেমন যোগাযোগ নেই। এমনকি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেনি।

দীর্ঘদিন ধরে রিয়াজের ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। ফলে তার সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি।  এ কারণেই হঠাৎ মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তা নিয়ে আরও বেশি আলোচনা শুরু হয়।

রিয়াজের মৃত্যু নিয়ে গুজব
সংগৃহীত

নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় রিয়াজের। এরপর টানা দুই দশকের বেশি সময় ধরে তিনি ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়ক হিসেবে কাজ করেন। বহু ব্যবসা সফল ও দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। সর্বশেষ ২০২২ সালে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। এরপর আর নতুন কোনো কাজে তাকে দেখা যায়নি।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেঘনা আলম ‘গণ অধিকার পরিষদ’ থেকে প্রার্থী হচ্ছেন  

ঢাকা-৮ আসন সাবেক মিস আর্থ বাংলাদেশ ও মডেল মেঘনা আলম আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন। ঢাকা-৮ আসন থেকে সংসদ…
‘গণ অধিকার পরিষদ’

প্রেমের প্রস্তাব দেওয়ায় স্টাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী

অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী দেশের বর্তমান সময়ের অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। সম্প্রতি তিনি আলোচনায়…
প্রেমের প্রস্তাব দেওয়ায় স্টাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী

১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়েছে বাংলা সিনেমার গান

রায়হান রাফী নির্মিত ‘তুফান’ ছবির গান দেশের সিনেমার দুটি গান ভিউয়ের হিসাবে রেকর্ড গড়েছে। ইউটিউবে ১ বিলিয়ন…
বাংলা সিনেমার গান ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়েছে
0
Share