গম্ভীর নীরবতাই বেশি জোরালো: শাকিব খান
ঢালিউড সুপারস্টার শাকিব খান মানেই চমক। এবার নতুন সিনেমা কিংবা নতুন লুক সব কিছুই নজর কাড়ে ভক্তদের। এবার রাজকীয় লুকে শাকিব খান । নীরবতা নিয়ে দিলেন জোরালো বার্তা। বুধবার রাতে শাকিব খান একটি নতুন ছবি প্রকাশ করেন। ছবিটি প্রকাশের পরপরই তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।
ধবধবে সাদা রঙের রাজকীয় শেরওয়ানির মতো কোট ও ম্যাচিং প্যান্টে তাকে দেখা যায়। কোটের কলার ও হাতায় সোনালি সুতোর কারুকাজ তাকে করেছে আরও আকর্ষণীয়। চোখে সানগ্লাস, পরিপাটি চুল আর গোঁফ-দাড়িতে শাকিবকে দেখাচ্ছে একেবারে অভিজাত ও দাপুটে।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘যন্ত্রণার চিৎকারের চেয়ে গম্ভীর নীরবতা অনেক বেশি জোরালো শোনায়।’ছোট এই বাক্যেই তার আত্মবিশ্বাস ও অভিজ্ঞতার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে।
শাকিব খানের স্ট্যাটাসে ভক্তদের উচ্ছ্বাস
পোস্টটির মন্তব্যের ঘরে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ লিখেছেন, ‘মেগাস্টার রাজার মতো ছিলেন, আছেন, থাকবেন।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘শহর জানবে, প্রিন্স আসছে।’
বিজয় দিবস উপলক্ষে একটি কর্পোরেট শোতে একই সাদা কোটে অতিথি হিসেবে হাজির হন শাকিব খান। সেখানে ‘বরবাদ’ সিনেমার জনপ্রিয় সংলাপ ‘জিল্লু মাল দে’ বলে দর্শকদের মাতান তিনি। একই সঙ্গে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন। ‘জিল্লু’ প্রসঙ্গে শাকিব জানান, বাস্তব জীবনেও তার চারপাশে অনেক মানুষ আছেন যারা ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখেন।

কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। ‘সোলজার’ নিয়ে ইতোমধ্যে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। এই সিনেমায় তাকে দেখা যাবে একজন দেশপ্রেমিক চরিত্রে। একাই লড়বেন দুর্নীতি, সিন্ডিকেট ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে। সিনেমাটি চলতি ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এছাড়া ঈদ সামনে রেখে নির্মাতা আবু হায়াত মাহমুদের সিনেমা ‘প্রিন্স’-এর কাজও শুরু করতে যাচ্ছেন শাকিব খান। চলতি মাসেই শুটিং শুরু হওয়ার কথা। শুটিংয়ের প্রথম দিনেই প্রকাশ পাবে শাকিব খানের একেবারে নতুন লুক।