আদালতে উঠছে মেহজাবীনের মামলার শুনানি
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে মামলার শুনানি আজ। গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ হিসেবে মামলাটি আদালতের কার্যতালিকায় উপস্থাপন করা হবে বলে জানা গেছে। এর আগে গত ১৬ নভেম্বর মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরবর্তীতে তারা ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

মেহজাবীনের আইনজীবী অ্যাডভোকেট তুহিন হাওলাদার বলেন, এই মামলায় তার মক্কেলের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছে। আজকের শুনানিতে মামলার আইনগত দিকগুলো বিস্তারিতভাবে আদালতের সামনে তুলে ধরা হবে। সেই অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মামলার বাদী আমিরুল ইসলামের অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে তাকে একটি নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার আশ্বাস দেওয়া হয়। এই আশ্বাসে নগদ ও বিকাশের মাধ্যমে ধাপে ধাপে মোট ২৭ লাখ টাকা নেওয়া হয় বলে দাবি করেন তিনি। পরে টাকা ফেরত চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। একপর্যায়ে হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে তাকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় চলতি বছরের ২৪ মার্চ তিনি আদালতে মামলা দায়ের করেন।

এদিকে গ্রেপ্তারি পরোয়ানার খবর প্রকাশের পর মেহজাবীন চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিবৃতি দেন। সেখানে তিনি জানান, অনলাইনে তার নাম ব্যবহার করে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে। পাশাপাশি সাংবাদিকদের যাচাই-বাছাই করে দায়িত্বশীল সংবাদ প্রকাশের অনুরোধ জানান এই অভিনেত্রী।
মামলার পরবর্তী অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা চলছে।