সন্তানের জন্য দোয়া চাইলেন অপূর্ব
বাবা হলেন তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে কন্যাসন্তান জন্ম দিয়েছেন অপূর্বর স্ত্রী শাম্মা দেওয়ান। শুক্রবার এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা অপূর্ব। পোস্টে নবজাতকের হাতের ছবি জুড়ে দেন। কন্যা সন্তানের নাম রাখেন আনায়া। কন্যা ও মা শাম্মা দেওয়ান দুজনেই সুস্থ আছেন।

চার বছর পর সংসারে এলো সন্তান
অপূর্ব লিখেছেন, “আলহামদুলিল্লাহ। আনন্দ আর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, আমাদের কন্যাসন্তান এসেছে পৃথিবীতে। এই দুনিয়ায় তোমাকে স্বাগতম, প্রিয় আনায়া।” অপূর্ব আরো লিখেছেন, “দয়া করে আমাদের ছোট্ট রাজকন্যাকে আপনার প্রার্থনায় রাখুন। আমাদের জন্য অবিরাম ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।” অপূর্বর কন্যার আগমনে সহকর্মী ও ভক্তদের অভিনন্দন বার্তায় ভরে উঠেছে সামাজিক মাধ্যম।

আগের সংসারেও আছে এক ছেলে
এর আগে নাজিয়া হাসান অদিতিকে অপূর্ব বিয়ে করেছিলেন ২০১১ সালে। অদিতির সঙ্গে অপূর্বর বিচ্ছেদ হয় ২০২০ সালে। তাদের সংসারে আয়াশ নামে এক ছেলে রয়েছে।
৬ মাসেই অপূর্ব-প্রভার সম্পর্কের ইতি
২০১০ সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেন অপূর্ব। সেই বিয়েও বেশি দিন টেকেনি। ৬ মাসের ব্যবধানে সেই দাম্পত্য সম্পর্কে ইতি টানেন তারা।

এক সময়ে ছোটপর্দায় অপূর্বর উপস্থিতি ছিল নিয়মিত। এর মধ্যে ওটিটিতে সিরিজও করেছেন তিনি। সিনেমায় অপূর্বর অভিষেক হয়েছে ওপার বাংলার ইন্ডাস্ট্রি দিয়ে। ‘চালচিত্র’ নামের ওই সিনেমায় সিরিয়াল কিলারের চরিত্রে নজর কাড়েন অপূর্ব। ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। বিয়ের চার বছর পর কন্যার জন্ম দেন শাম্মা।