প্রভাস নিরাপদে আছেন, আশ্বস্ত করলেন পরিচালক
জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তোলপাড় গোটা বিশ্ব। দেশজুড়ে জারিও হয় সুনামি সতর্কতা। ঠিক এই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের জনপ্রিয় অভিনেতা প্রভাসকে ঘিরে গুজব ছড়ায় তিনি জাপানে ভূমিকম্পে আটকা পড়েছেন। এনিয়ে মুহুর্তের ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ-উৎকন্ঠা। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, এই গুজবের কোন ভিত্তি নেই। প্রভাসের ছবি ‘দ্য রাজা সাব’ এর পরিচালক মারুতি নিশ্চিত করেছে প্রভাস সম্পূর্ণ নিরাপদে আছেন।

পত্রিকাটির প্রতিবেদন বলছে, জাপানে ভূমিকম্পের পর ৩০ থেকে ৫০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ উপকূলীয় অঞ্চলে দেখা যায়। জনজীবনে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে, ভূমিকম্পে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তীব্র শীতের মধ্যে বহু মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। জাপান আবহাওয়া সংস্থা জানায়, আগামী কয়েক দিনে একই রকম বা আরও বড় ভূমিকম্পের ঝুঁকি রয়েছে।

প্রভাস আটকা পড়েনি, স্বাভাবিক ভাবে চলছে শুটিং
গণমাধ্যমকে পরিচালক মারুতি জানান, সোশ্যাল মিডিয়ায় যেসব খবর ছড়িয়েছে বেশিরভাগই ভুল। প্রভাস কোথাও আটকা পড়েননি। শুটিং সংক্রান্ত কাজও স্বাভাবিকভাবেই চলছে।

ফেসবুক পোস্ট থেকেই ছড়ায় গুজব, দাবি পরিবারের
ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই প্রভাসের ভক্তরা সামাজিক মাধ্যমে নানাভাবে খোঁজ নিতে থাকেন। অনেকেই উদ্বেগ জানিয়ে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। পরে, পরিচালক প্রভাসের নিরাপদে থাকার খবর জানালে ভক্তদের মাঝে ফিরে আসে স্বস্তি।
এদিকে, গুজব ছড়ানোর ঘটনায় ভক্তদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অভিনেতার ঘনিষ্ঠজনরা। তারা জানিয়েছেন, যাচাই না করা কোনো তথ্য ছড়ালে অকারণে আতঙ্ক তৈরি হয়।