তারকাদের বিদেশ পাড়ি জমানোর কারণ জানালেন মিশা
গত এক দশকের বেশি সময় ধরে দেশের নাটক, সিনেমা ও সংগীত অঙ্গনের অনেক শিল্পী স্থায়ী বা অস্থায়ীভাবে বিদেশে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন। কেউ সম্পূর্ণভাবে সেখানেই থিতু হয়েছেন, কেউ আবার সুযোগ পেলে দেশে ফিরে সীমিত পরিসরে কাজ করছেন। বিষয়টি এখন শোবিজ অঙ্গনের দৃশ্যমান বাস্তবতা। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তারকাদের বিদেশ পাড়ি , সে বিষয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরলেন মিশা সওদাগর ।
মিশার মতে, শিল্পীদের বিদেশে চলে যাওয়ার পেছনে প্রধান কারণ কাজের অভাব। তিনি বলেন, “কাজ না থাকলে শিল্পীরা থাকবে কীভাবে? এমন সময় গেছে দিনে চার পাঁচটি সিনেমার শুটিং একসঙ্গে করেছি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শুটিং চলত। এখন সেই এফডিসির অবস্থা প্রায় স্থবির। ফলে অমিত হাসান, মৌসুমী, ইমন, আলেকজান্ডার বো থেকে শুরু করে মাহিয়া মাহি অনেকেই বাইরে চলে গেছেন। কাজ থাকলে তারা যেতেন না।”

নিজের উদাহরণও তুলে ধরেন মিশা সওদাগর। তার পরিবার ইতোমধ্যে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছে, তিনিও বছরের একটি বড় অংশ সেখানেই কাটান।
শিল্পীদের জীবনযাত্রা নিয়ে তিনি বলেন, “কাজ থাকুক বা না থাকুক শিল্পীদের অনেক কিছু বজায় রাখতে হয়। চেহারা, পোশাক, গাড়ি, ফোন সবকিছুতেই একটি মান ধরে চলতে হয়। আমরা কাজ করি বাঁচার জন্য, পরিবারের জন্য। কিন্তু কাজই যদি না থাকে, আয় বন্ধ হয়ে যায়, তখন একজন শিল্পীর আর উপায় কী?”
মিশার মতে, বিদেশে যাওয়ার প্রধান সুবিধা হলো স্থায়ী আয়ের নিশ্চয়তা। তিনি বলেন, “বাইরে গেলে অন্তত কাজ পাওয়া যায়, পরিবার নিয়ে টিকে থাকা যায়। তাই অনেকে বাধ্য হয়েই চলে যাচ্ছেন। এটা কাউকে দোষ দেওয়ার বিষয় নয়, এটা পরিস্থিতির চাপ।” তিনি মনে করেন, দেশে পর্যাপ্ত কাজের সুযোগ তৈরি হলে অনেকেই আবার ফেরত এসে নিয়মিত কাজ করবেন