টেলিভিশনের ছোট পর্দায় গত কয়েক বছরে যেসব তরুণ মুখ রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেছে, তাদের অন্যতম কেয়া পায়েল। ধারাবাহিক কাজ ও বহুমাত্রিক চরিত্রে অভিনয় তাকে স্বল্প সময়েই আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। সম্প্রতি প্রচারিত হয়েছে কেয়ার নাটক ‘তুমি আমার বউ’- যা ভালো সাড়া পেয়েছে। এরপর একটি গানের ভিডিওতেও দেখা গেছে তাকে যা দর্শকদের সামনে একেবারে ভিন্ন উপস্থাপনা ছিলো। তবে সেখানে বিয়ে কবে করছেন তা জানালেন কেয়া পায়েল ।

অভিনয়ের পাশাপাশি কেয়া পায়েল এখন মনোযোগ দিচ্ছেন নিজের ব্যবসায়। দেড় বছর আগে যাত্রা শুরু করা ‘পার্ল বাই পায়েল মেকওভার অ্যান্ড স্যালন’ নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন তিনি। শুটিংয়ের ফাঁকে সময় পেলে প্রতিষ্ঠানটি দেখভাল করেন তিনি। এটিই প্রমাণ করে, কেয়া অভিনয়ের ব্যস্ততার মাঝেও নিজেকে বহুমুখীভাবে গড়ে তুলতে চান।
এর আগে এক সাক্ষাৎকারে কেয়া জানিয়েছিলেন, কয়েক বছরের মধ্যেই তিনি অন্তত ৪০০ নাটকে অভিনয় করেছেন। ব্যস্ততা তাকে আনন্দ দেয়, তবে ভবিষ্যতে কাজের চাপ কিছুটা কমিয়ে নেওয়ার ইচ্ছাও রয়েছে তার।

সম্প্রতি দেশের এক ইলেক্ট্রনিক গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে কেয়া তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন। সেখানে উঠে আসে বিয়ের প্রসঙ্গও। বিয়ে নিয়ে এই অভিনেত্রী বলেন, “বিয়ে করলে লুকিয়ে নয়, সবার জানায় করেই করতে চাই। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সবার শুভকামনা আমার কাছে মূল্যবান।”

বিয়ে ও নতুন পরিবার নিয়ে কেয়ার ভাবনা বেশ স্পষ্ট। তার মতে, “প্রতিটি মেয়েরই স্বাধীনভাবে চলার অধিকার আছে। যে পরিবারে আমার বিয়ে হবে, তাদের আপন করে নিতে চাই, আমিও তাদের পরিবারের অংশ হয়ে উঠতে চাই। নতুন জীবনে নিজেকে নতুনভাবে গড়ে তোলাই আমার বিশ্বাস।”

তবে আপাতত বিয়ে নিয়ে তেমন কথা বলতে চান না তিনি। কেয়ার মতে, এ বিষয়ে সঠিক সময় ও সৃষ্টিকর্তার ইচ্ছে এই দুটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।