ঢালিউড কুইন অপু বিশ্বাস দীর্ঘ বিরতির পর আবারও বড়পর্দায় ফিরছেন। আব্দুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় তৈরি হতে যাচ্ছে থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’। এই ছবিতে অপুর বিপরীতে অভিনয় করবেন সময়ের আলোচিত অভিনেতা আবদুন নূর সজল। নির্মাতার বরাতে জানা গেছে, খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শুটিং শুরু হওয়ার আগে প্রস্তুতি চলছে পুরো শক্তি নিয়ে। কোনো ধরনের ঘাটতি রাখতে চান না পরিচালক থেকে শুরু করে অভিনয়শিল্পীরা। তাই অপু বিশ্বাস, সজলসহ পুরো টিম বর্তমানে রিহার্সালে ব্যস্ত সময় পার করছেন। শুটিংয়ের আগে আগামী ১৪ ডিসেম্বর আয়োজন করা হবে একটি অফিসিয়াল ফটোশুটের।
‘দুর্বার’ এর মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন সজল ও অপু বিশ্বাস। এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করছেন জান্নাতুল নূর, সানজু জনসহ আরও কয়েকজন। পরিকল্পনা অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
এদিকে এই প্রজেক্ট ছাড়াও অপু বিশ্বাসের হাতে রয়েছে আরও কয়েকটি কাজ। তিনি ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন বন্ধন বিশ্বাস পরিচালিত নতুন সিনেমা ‘সিক্রেট’এ, যেখানে তার সহশিল্পী আদর আজাদ। ‘দুর্বার’-এর শুটিং শেষ করেই তিনি যুক্ত হবেন ‘সিক্রেট’-এর কাজে।
পরিচালক কামরুল হাসান ফুয়াদ জানান, ‘দুর্বার’ একটি থ্রিলার ও মার্ডার মিস্ট্রি ঘরানার গল্প। এখনই প্লটের বিস্তারিত প্রকাশ করতে চাই না, তবে তার পরিকল্পনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর থেকে ক্যামেরা চালু হবে ছবির।