ফেব্রুয়ারিতেই বিয়ে করতে পারেন আরশি ও আফতাব
আবারো আলোচনায় অভিনেত্রী আরশি খান। এবার গুঞ্জন উঠেছে বলিউড অভিনেত্রীর বিয়ের। অভিনেত্রী ও ক্রিকেটারদের প্রেম এবং বিয়ে নতুন কিছু নয়। অনেক সুন্দরী নায়িকাই বিয়ে করেছেন ক্রিকেটারদের। তবে, বলিউড অভিনেত্রী আরশি খান মন দিয়ে বসেছেন এক আফগান ক্রিকেটারকে। হিন্দুস্তান টাইমস, জি নিউজসহ একাধিক ভারতীয় গণমাধ্যমের দাবি, আফগানিস্তানের জাতীয় দলের পেসার আফতাব আলমকে বিয়ে করছেন। আগামী ফেব্রুয়ারিতেই হতে পারে তাদের বিয়ে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, আফগান পেসার আফতাব আলমের সঙ্গে বেশ কিছুদিন ধরেই ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন আরশি। ‘বিগ বস ১১’-এ যিনি ঝড় তুলেছিলেন, সেই আরশিই এবার ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের শুরু করতে যাচ্ছেন। দু’জনের সম্পর্ক অনেক দূর এগিয়েছে এবং তারা বিয়ে করার পরিকল্পনা করছেন। সব ঠিক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই হতে পারে তাদের বিয়ে।
এদিকে, আরশিকে প্রায়ই দেখা যায় ইনফ্লুয়েন্সার এহসান মাশির সঙ্গে ভিডিওতে। তবে আরশি স্পষ্টভাবে বলেছেন, এটা কেবল কাজের সম্পর্ক এবং বন্ধুত্বের বাইরে কিছু নয়।

আবারো আলোচনায় শহিদ আফ্রিদির ও আরশির প্রেম
ভোপালে জন্ম নেওয়া আরশির বয়স এখন ৩৬। তিনি অভিনয় ও মডেলিং ছাঢ়াও আলোচনায় ছিলেন ব্যক্তিগত বিষয় নিয়ে। পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদির সঙ্গে তার সম্পর্ক ছিল এমন মন্তব্যে তোলপাড় সৃষ্টি করেছিল। বিগ বস শোতে পরিচিতিমূলক ভিডিওতেও আফ্রিদিকে ‘মেহবুব’ বলে উল্লেখ করেছিলেন এই অভিনেত্রী। গর্ভে আফ্রিদির সন্তান রয়েছে বলেও দাবি করে বসেন। যদিও পাকিস্তানি ক্রিকেটার এসব পাত্তাও দেননি। ‘বিষ’, ‘সাবিত্রী দেবী কলেজ অ্যান্ড হসপিটাল’ এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন আরশি খান।