Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬

সৌদিতে রেড সি ফেস্ট – তারার মেলায় ঝলমলে আয়োজন

সৌদিতে রেড সি ফেস্ট - তারার মেলা
সৌদিতে রেড সি ফেস্ট – তারার মেলা , ছবি: সংগৃহীত

নজর কাড়েন ঐশ্বরিয়া, ডাকোটা ও জেসিকা

সৌদিতে রেড সি ফেস্ট শুরু হয়েছে ১০ দিন ব্যাপি আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব ২০২৫। এবার স্লোগান সিনেমার প্রতি ভালবাসা।  মর্যাদাপূর্ণ এই উৎসবে বিশ্বের নানা প্রান্তের তারকা, নির্মাতা ও প্রযোজকরা জড়ো হয়েছেন। সৌদিতে রেড সি ফেস্ট পরিণত হয়েছে তারকাদের মিলন মেলায়। সেখানে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই, আন্তর্জাতিক তারকা ডাকোটা জনসন ও জেসিকা অ্যালবাও ছিলেন আলোচনায়।

সৌদিতে রেড সি ফেস্ট
সর্ব ডানে ঐশ্বরিয়া , ছবি: সংগৃহীত

সৌদি আরবে লাল গালিচায় বিশ্ব তারকারা

উদ্বোধনী দিনেই লাল গালিচায় হাটেন বলিউড, হলিউড ও আরব চলচ্চিত্রের শিল্পীরা।  রেড কার্পেটে ঐশ্বরিয়ার আভিজাত্যপূর্ণ উপস্থিতি নজর কাড়ে সবার।  তিনি সাদা-কালো ব্লেজার স্টাইলের পোশাক পরেছিলেন। যার সোনালী কারুকাজ ছিল বিশেষ আকর্ষণ। পরে তিনি উৎসবের আরেকটি আয়োজনে ডলচে অ্যান্ড গাবানার কালো সিল্ক গাউনে হাজির হন।  সঙ্গে পান্নার নেকলেস ও স্মোকি আই মেকআপ, যা ফ্যাশনপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।

এবারের আসরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এশিয়া ও আফ্রিকার উদীয়মান নির্মাতাদের। নতুন প্রতিভা খুঁজে বের করতে থাকছে ‘রেড সি ল্যাব’।  পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগেও থাকবে বেশ কিছু বহুল আলোচিত ছবি।

সৌদিতে রেড সি ফেস্ট
সৌদিতে রেড সি ফেস্ট , ছবি: সংগৃহীত

উৎসব আয়োজকরা জানান, ২০২৫ সংস্করণ হবে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন।  প্রিমিয়ার, ওয়ার্কশপ, কো-প্রডাকশন মার্কেটসহ নানা কার্যক্রমে আকর্ষণীয় হয়ে উঠবে পুরো সপ্তাহ।  দর্শকদের জন্যও থাকছে ওপেন-এয়ার স্ক্রিনিং ও বিশেষ মাস্টারক্লাস সেশন।

৭০ দেশের শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে

এবার মোট ১১১টি চলচ্চিত্র স্থান পেয়েছে উৎসবে।  মূল প্রতিযোগিতা বিভাগে রয়েছে ১৬টি ছবি এর অর্ধেক আন্তর্জাতিক এবং অর্ধেক মধ্যপ্রাচ্যের। এর মধ্যে আছে সৌদি আরবের অস্কার প্রেরিত হিজরা এবং চেরিয়েন দাবিসের অল দ্যাটস লেফট অব ইউ।  যেখানে তিন প্রজন্মের এক ফিলিস্তিনি পরিবারের সংগ্রাম তুলে ধরা হয়েছে।  মূল প্রতিযোগিতার জুরি সভাপতি হিসেবে থাকছেন অস্কারজয়ী পরিচালক শন বেকার।  

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন নিশো ও পুতুল

সেরা সিনেমা ‘সাঁতাও’, সেরা নির্মাতা সুমন ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে।  সেরা…
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন নিশো ও পুতুল

গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

তাপস ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ গানভিত্তিক দেশের একমাত্র বেসরকারি টেলিভিশন স্টেশন ‘গান বাংলার’…
গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবাকে স্মরণ শবনম ফারিয়ার

নির্বাচনি উত্তাপে আবেগী শবনম ফারিয়া দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব…
মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবাকে স্মরণ শবনব ফারিয়ার

২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে কারা জয়ী হচ্ছে?  

গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৬ আগামী পহেলা ফেব্রুয়ারী দেয়া হবে ২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডস। এবারের…
২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে
0
Share