নজর কাড়েন ঐশ্বরিয়া, ডাকোটা ও জেসিকা
সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে ১০ দিন ব্যাপি রেড সি আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব ২০২৫। এবার স্লোগান সিনেমার প্রতি ভালবাসা। মর্যাদাপূর্ণ এই উৎসবে বিশ্বের নানা প্রান্তের তারকা, নির্মাতা ও প্রযোজকরা জড়ো হয়েছেন। সৌদিতে রেড সি ফেস্ট পরিণত হয়েছে তারকাদের মিলন মেলায়। সেখানে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই, আন্তর্জাতিক তারকা ডাকোটা জনসন ও জেসিকা অ্যালবাও ছিলেন আলোচনায়।

সৌদি আরবে লাল গালিচায় বিশ্ব তারকারা
উদ্বোধনী দিনেই লাল গালিচায় হাটেন বলিউড, হলিউড ও আরব চলচ্চিত্রের শিল্পীরা। রেড কার্পেটে ঐশ্বরিয়ার আভিজাত্যপূর্ণ উপস্থিতি নজর কাড়ে সবার। তিনি সাদা-কালো ব্লেজার স্টাইলের পোশাক পরেছিলেন। যার সোনালী কারুকাজ ছিল বিশেষ আকর্ষণ। পরে তিনি উৎসবের আরেকটি আয়োজনে ডলচে অ্যান্ড গাবানার কালো সিল্ক গাউনে হাজির হন। সঙ্গে পান্নার নেকলেস ও স্মোকি আই মেকআপ, যা ফ্যাশনপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।
এবারের আসরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এশিয়া ও আফ্রিকার উদীয়মান নির্মাতাদের। নতুন প্রতিভা খুঁজে বের করতে থাকছে ‘রেড সি ল্যাব’। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগেও থাকবে বেশ কিছু বহুল আলোচিত ছবি।

উৎসব আয়োজকরা জানান, ২০২৫ সংস্করণ হবে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। প্রিমিয়ার, ওয়ার্কশপ, কো-প্রডাকশন মার্কেটসহ নানা কার্যক্রমে আকর্ষণীয় হয়ে উঠবে পুরো সপ্তাহ। দর্শকদের জন্যও থাকছে ওপেন-এয়ার স্ক্রিনিং ও বিশেষ মাস্টারক্লাস সেশন।
৭০ দেশের শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে
এবার মোট ১১১টি চলচ্চিত্র স্থান পেয়েছে উৎসবে। মূল প্রতিযোগিতা বিভাগে রয়েছে ১৬টি ছবি এর অর্ধেক আন্তর্জাতিক এবং অর্ধেক মধ্যপ্রাচ্যের। এর মধ্যে আছে সৌদি আরবের অস্কার প্রেরিত হিজরা এবং চেরিয়েন দাবিসের অল দ্যাটস লেফট অব ইউ। যেখানে তিন প্রজন্মের এক ফিলিস্তিনি পরিবারের সংগ্রাম তুলে ধরা হয়েছে। মূল প্রতিযোগিতার জুরি সভাপতি হিসেবে থাকছেন অস্কারজয়ী পরিচালক শন বেকার।