Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫

মায়ের বিরুদ্ধে অভিনেত্রী জয়ার অভিযোগ

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জয়া ভট্টাচার্য সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের ভয়াবহ নির্যাতনের অভিজ্ঞতা প্রকাশ করে আলোচনায় এসেছেন। অভিনেত্রীর দাবি, শিশু বয়সে তাঁর মা নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতন করতেন এবং নিজের অপূর্ণ স্বপ্ন পূরণের উদ্দেশ্যে তাঁকে জোর করে বিনোদন জগতে ঠেলে দেন।

জয়া জানান, বাঙালি হলেও জন্ম ও বড় হওয়া মুম্বাইয়ে। অল্প বয়সেই তাঁকে বিজ্ঞাপন ও টেলিভিশনের কাজ করতে বাধ্য করা হয়। স্টুডিওতে যেতে আপত্তি জানালেই মারধর, চাবুকের আঘাত এমনকি গরম লোহার ছ্যাঁকার মতো নির্মম আচরণের মুখে পড়তে হতো। জয়ার কথায়, শৈশবে এই ঘটনা ছিল প্রায় দৈনন্দিন ব্যাপার।

অভিনেত্রীর মতে, তাঁর মা নিজের অপূর্ণ ক্যারিয়ার–স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করতেন মেয়ের মাধ্যমে। তিনি বলেন, “আমার মা যা করতে পারেননি, তা আমাকে দিয়ে করানোর চেষ্টা করতেন। আমি যেতে না চাইলে অত্যাচার করা হতো। ছোটবেলায় এসব সহ্য করা ছিল অসম্ভব।”

নির্যাতনের সময় জয়ার একমাত্র মানসিক ভরসা ছিলেন তাঁর বাবা, তবে তিনিও শারীরিক বা পারিবারিক অশান্তির আশঙ্কায় প্রতিবাদ জানাতে পারতেন না। ফলে দীর্ঘসময় ধরে নির্মম পরিবেশের মধ্যেই বড় হতে হয় অভিনেত্রীকে।

তবে ব্যক্তিগত জীবনের প্রতিকূলতা সত্ত্বেও জয়া ধীরে ধীরে অভিনয় জগতে নিজের জায়গা তৈরি করেন। একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’–তে ‘পায়েল’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। পরবর্তীতে ‘কসম সে’, ‘ঝাঁসি কি রানি’ সহ আরও বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নেন। টেলিভিশনের পাশাপাশি তিনি সঞ্জয়লীলা বনশালির ‘দেবদাস’ এ শাহরুখ খানের মায়ের ভূমিকায় ও ‘লজ্জা’ ছবিতেও অভিনয় করেন।

তবুও শৈশবের নির্যাতনের স্মৃতি আজও পুরোপুরি ভুলতে পারেননি জয়া ভট্টাচার্য। সাক্ষাৎকারে তিনি জানান, “সেই সময়গুলো মনে পড়লে এখনও ভয়ে চুপসে যাই। অনেক দৃশ্য আজও চোখে ভাসে।”

অভিনেত্রীর এই কঠিন অতীত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিশেষত শিশুদের ওপর পারিবারিক চাপ, মানসিক নির্যাতন এবং বিনোদন জগতে অপ্রাপ্তবয়স্কদের অংশগ্রহণ নিয়ে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভারতের সুন্দরবনের গল্প নিয়ে আসছেন শ্বেতা ত্রিপাঠি

অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠি অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠি প্রথম পরিচিতি পান নীরজ ঘেওয়ানের ‘মাসান’ সিনেমা দিয়ে। পরের…
ভারতের সুন্দরবনের গল্প নিয়ে আসছেন শ্বেতা ত্রিপাঠি

খাদ্যপণ্যের বিজ্ঞাপনে অংশ নিয়ে বিব্রত ডা. এজাজুল ইসলাম  

খাদ্যপণ্যের বিজ্ঞাপনে ডা. এজাজুল ইসলাম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এজাজুল ইসলাম শুধু রঙিন চরিত্রের…
খাদ্যপণ্যের বিজ্ঞাপনে অংশ নিয়ে বিব্রত ডা. এজাজুল ইসলাম

বলিউডের সুর সম্রাট উদিত নারায়ণের জন্মদিন

উদিত নারায়ণের জন্মদিন এই উপমহাদেশের সঙ্গীতপ্রেমীদের মধ্যে উদিত নারায়নের গান শোনেনি এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর।…
বলিউডের সুরের সম্রাট: উদিত নারায়ণের জন্মদিন আজ
0
Share