ভারতীয় প্রযোজকের অভিযোগে বিপাকে তানজিন তিশা
সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা নিয়মিত কাজ করছেন ওটিটি, টিভি নাটক ও বিজ্ঞাপনচিত্রে। তরুণ প্রজন্মের অন্যতম ক্রেজ এই অভিনেত্রীকে শিগগিরই দেখা যাবে বড় বাজেটের ঢালিউড ছবি ‘সোলজার’এ । তবে এবার ভারতীয় প্রযোজকের তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ । ভারতীয় প্রযোজক কী বলেছেন এবং অভিযোগের মূল কারণ কী , জানুন বিস্তারিত বিশ্লেষণে।

কাজের ব্যস্ততার মধ্যেই তিশাকে ঘিরে বিতর্ক উঠছে বারবার। শাড়িকাণ্ড নিয়ে সমালোচনা ও মামলার পর এবার নতুন করে আরেকটি বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রে তিনি। ভারতীয় চলচ্চিত্র ‘ভালোবাসার মরশুম’ এর প্রযোজক পরিচয় দিয়ে শরীফ খান নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন তিশার নামে। ওই ব্যক্তি জানান তিশা নাকি তার কাছ থেকে নেয়া প্রায় সাড়ে চার লাখ টাকা আত্মসাৎ করেছেন।
তিশার জবাব
অভিযোগের বিষয়ে স্পষ্ট জবাব দিয়েছেন তিশা। তিনি জানান, অভিযোগটি ভিত্তিহীন ও অর্থহীন। চুক্তি অনুযায়ী তিনি এক তৃতীয়াংশ পারিশ্রমিক পেয়েছিলেন, যা শুটিং বাতিল হলে ফেরত দিতে হবে না এ কথা চুক্তিপত্রেই উল্লেখ ছিল। ভিসা জটিলতার কারণে দেড় মাস কোনো কাজ না করে শুটিংয়ের অপেক্ষায় থাকতে হয়েছে বলেও জানান তিনি।

তিশার অভিযোগ, শরীফ খান নামে ওই ব্যক্তি গভীর রাতে তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি তা অস্বীকার করেন। তার ভাষায়, “এটা কোনোভাবেই পেশাদার আচরণ হতে পারে না। আমি দিনে যোগাযোগ করার চেষ্টা করেছি। আর তিনি তো এই সিনেমার প্রকৃত প্রযোজকই নন।” প্রয়োজন হলে বাকি কথা আইনজীবীই বলবেন বলেও জানান অভিনেত্রী।
এদিকে তিশার আইনজীবী জসীম উদ্দিন জানান, চুক্তি অনুযায়ী সম্পূর্ণ দায়িত্ব পালন করেছেন অভিনেত্রী। তিনি শিডিউল দিয়েছেন এবং কাজের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু পরিচালকই ভিসা নিশ্চিত করা ও শুটিংয়ের প্রস্তুতি নিতে ব্যর্থ হন। ফলে চুক্তির শর্ত অনুসারে ডিরেক্টরের পক্ষেই ডিফল্ট বা অপরাধ প্রতিষ্ঠিত হয়েছে। ভিসা বিলম্ব ও শুটিং না হওয়ায় ক্ষতিগ্রস্ত আসলে তানজিন তিশাই।
‘ভালোবাসার মরশুম’ ছবিটির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তিশার। কিন্তু নানা জটিলতায় প্রকল্পটি আর সামনে এগোয়নি।
অন্যদিকে তিশা ইতোমধ্যে শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমার কাজ শেষ করেছেন। বছরের শেষ দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।