তারকাদের শুভেচ্ছায় ভাসছে জাতীয় ফুটবল দল
অবেশেষে ২২ বছরের অপেক্ষার অবসান। ঘরের মাঠে প্রায় ২৫ হাজার দর্শকের সামনে মোরসালিনের গোলে হামজাদের ১-০ গোলে জয়। ফিলিপাইনের রেফারি ক্লিকফোর্ডের শেষ বাঁশি। জাতীয় স্টেডিয়ামে দর্শকদের বাধনহারা উল্লাস। ভারতবধে তারকাদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে স্টেডিয়াম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। শোবিজ তারকারা প্রকাশ করেছেন নিজেদের অনুভূতি।

বাংলাদেশ ফুটবল দলের জয়ে শাকিবের অভিনন্দন
বাংলাদেশ ফুটবল দলের এই জয়ে উচ্ছ্বাস ও অভিনন্দন জানিয়েছেন অনেক তারকারা। ঢালিউড সুপারস্টার শাকিব খান ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ’।
শাকিব খানের পোস্টের পর মন্তব্যের ঘরে সাজ্জাদ নামের একজন লিখেছেন- ‘আর্জেন্টিনার আছে মেসি, পর্তুগালের আছে রোনালদো আর বাংলাদেশে আছে হামজা। একাই একশো, বিশ্বমানের ফুটবলার’। আরেকজন লিখেছেন, ‘কিং খান শাকিব খান উপভোগ করলেন হামজা আর তার কিং ফাইট’।

তৌসিফ মাহবুব তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ভারতকে ১-০ গোলে হারাল বাংলাদেশ ফুটবল দল। অভিনন্দন বাংলাদেশ’। তারকা এই শিল্পীর পোস্টের পর ভক্তদের লাইক ও কমেন্ট ভরে উঠে পোস্ট। কমেন্টের ঘরে তৌফিস লিখেন, ‘আলহামদুলিল্লাহ ঐতিহাসিক জয়’।

এই জয় পুরো জাতিকে আনন্দের জোয়ারে ভাসিয়েছে। গায়িকা পরশি নিজের অনুভূতি প্রকাশ করেন। ফেসবুক পোস্ট তিনি লিখেছেন- ‘লাল সবুজের বিজয়ধব্বনি! ভারতকে ১-০ গোলে হারাল বাংলাদেশ। অভিনন্দন বাংলাদেশ’।