Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, নভেম্বর ১৭, ২০২৫

সালমান – তামান্নার ডান্স পারফরম্যান্স এ বিতর্কের ঝড়

সালমান–তামান্নার ডান্স পারফরম্যান্স
সালমান–তামান্নার ডান্স

সালমান – তামান্নার ডান্স ভিডিওতে বিতর্কের ঝড়

কাতারের দোহার মঞ্চে অনুষ্ঠিত দাবাং ট্যুর এ উপস্থিত ছিলেন বলিউড ভাইজান সালমান খান এবং দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সালমান – তামান্নার ডান্স পারফরম্যান্স নিয়ে সামাজিক মাধ্যম জুড়ে তীব্র আলোচনা দেখা দিয়েছে। ভিডিওতে দেখা যায়, তাঁরা ‘দিল দিয়া গাল্লা’ গানের সঙ্গে মঞ্চে নেচেছেন তবে বিশেষ করে সালমানের রোম্যান্টিক অঙ্গভঙ্গি নিয়ে নেটিজেনরা তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। এই যৌথ পারফরম্যান্সের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা সেটিকে ‘অস্বস্তিকর’ হিসেবে উল্লেখ করেছেন।

সালমান–তামান্নার ডান্স পারফরম্যান্স
সালমান–তামান্নার ডান্স পারফরম্যান্স

ভিডিওতে দেখা যায়, সালমান ও তামান্না ‘দিল দিয়া গাল্লা’ গানের সঙ্গে পারফর্ম করছেন। বিশেষত সালমানের রোম্যান্টিক অঙ্গভঙ্গি এবং মঞ্চের কিছু মুহূর্তকে অনেকে অস্বস্তিকর মনে করেছেন। রেডিটে ভিডিওটি ঘিরে একটি থ্রেড ভাইরাল হয়, যেখানে ব্যবহারকারীরা মন্তব্য করেছেন ‘খুবই অস্বস্তিকর’, ‘দেখতে লজ্জা লাগছে’, ‘ক্রিঞ্জ প্রো ম্যাক্স’, এবং ‘তামান্না বিব্রত মনে হচ্ছে’।

সালমান–তামান্নার ডান্স পারফরম্যান্স

এই দাবাং ট্যুরে শুধু সালমান ও তামান্না নয়, সঙ্গে ছিলেন সুনীল গ্রোভার, স্টেবিন বেন, জ্যাকুলিন ফার্নান্দেজ এবং মনীশ পাল। মঞ্চে সালমান খান তার জনপ্রিয় গানগুলো যেমন ‘জুম্মে কি রাত’ (কিক), ‘পাণ্ডে জি সিটি’ (দাবাং), ‘সজন রেডিও’ (টিউবলাইট) এবং আরও একাধিক হিট সাউন্ডট্র্যাকের সঙ্গে নেচেছেন। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি দর্শকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে চেয়েছিলেন।

সালমান খান বলিউডে এর আত্মপ্রকাশ

প্রসঙ্গত, সালমান খান ১৯৮৮ সালে ‘সোয়াগ’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। এরপর তিনি ‘মনে প্যায়া’ থেকে শুরু করে ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘প্রেম রতন ধন পায়ো’ পর্যন্ত অসংখ্য ব্লকবাস্টার হিট দিয়েছেন। তিনি শুধু অভিনয় নয়, প্রযোজনা এবং সমাজকল্যাণমূলক কাজের মধ্যেও সক্রিয়। তার প্রযোজনা প্রতিষ্ঠান সালমান খানের প্রডাকশন অনেক সফল সিনেমার পেছনে রয়েছে।

অন্যদিকে দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির প্রখ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া ‘কাদাল অ্যালাই’ দিয়ে তার ডেবিউ শুরু করেন এবং দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। বলিউডে তার অভিষেক হয় ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মাধ্যমে। এরপর তিনি ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘বাহুবলী ২’-এর মতো দক্ষিণ ভারতের ব্লকবাস্টার হিটেও অভিনয় করেছেন। তিনি দক্ষ নৃত্যশিল্পী হিসেবে পরিচিত এবং বিভিন্ন গান ও পারফরম্যান্সের জন্য প্রশংসিত হয়েছেন।

তবে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওটি মূলত নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে, তবে কিছু ভক্তও পারফরম্যান্সের দৃঢ়তা এবং দুই তারকার কম্প্যাটিবিলিটি প্রশংসা করেছেন। এতে স্পষ্ট হয়ে উঠেছে যে কোনো লাইভ পারফরম্যান্সের ক্ষেত্রে সামাজিক প্রত্যাশা এবং দর্শকের দৃষ্টিভঙ্গি সবসময় ভিন্ন হতে পারে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সম্মান সূচক অস্কার পেয়েছেন হলিউড তারকা টম ক্রুজ

অনারারি অস্কার পেলেন টম ক্রুজ অবশেষে অ্যাকাডেমির সম্মানসূচক (অনারারি) অস্কার পেয়েছেন হলিউড তারকা টম ক্রুজ ।…
সম্মানসূচক অস্কার পেয়েছেন হলিউড তারকা টম ক্রুজ

জন্মদিনকে ঘিরে কোক স্টুডিও বাংলা মাতালেন রুনা লায়লা

রুনা লায়লাকে নিয়ে প্রকাশিত হচ্ছে ‘মায়ার সিংহাসন’ উপন্যাস আজ (১৭ নভেম্বর) ভারতীয় উপমহাদেশের কিংবদন্তী…
কোক স্টুডিও বাংলা মাতালেন রুনা লায়লা

সুস্মিতা সেন – সংগ্রাম থেকে সাফল্যের অনুপ্রেরণামূলক গল্প

সুস্মিতা সেন এর জীবনযুদ্ধ ও হার না মানার গল্প ১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুট জিতে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায়…
সুস্মিতা সেন - সংগ্রাম থেকে সাফল্যের অনুপ্রেরণামূলক গল্প

মামলা নিয়ে মেহজাবীনের অফিসিয়াল বিবৃতি

মামলা ভিত্তিহীন-সপক্ষে প্রমাণ নেই: মেহজাবীন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি…
মামলা নিয়ে মেহজাবীনের অফিসিয়াল বিবৃতি
0
Share