রাজামৌলির ‘বারাণসী’ ট্রেলার – পৌরাণিক রূপে মহেশ বাবুর দুর্ধর্ষ সূচনা
অস্কারজয়ী ‘আরআরআর’ এর পর আবারও বড় পরিসরের সিনেমা নিয়ে আলোচনায় এস এস রাজামৌলি। শনিবার হায়দরাবাদে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁর নতুন সিনেমা ‘বানারাসি’র নাম ও প্রথম ঝলক উন্মোচন করা হয়। সিনেমাটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া ও পৃথ্বীরাজ সুকুমারনকে। মহেশ বাবুর মহাকাব্যিক রূপে রাজামৌলির ‘বারাণসী’ নতুন মাত্রা পেয়েছে। ট্রেলার প্রকাশের পরই বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে আলোড়ন, ভিএফএক্স, গল্প ও উপস্থাপনা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

উন্মোচন অনুষ্ঠানে রামোজি ফিল্ম সিটির পরিবেশ উৎসবে পরিণত হয়। ভক্তদের স্লোগান, আলোর খেলা আর সংগীত পরিবেশনায় জমে ওঠে আয়োজনে। মঞ্চে পরিবেশিত হয় ছবির গান ‘সঞ্চারী’, যার সুরকার ‘আরআরআর’ খ্যাত এম এম কিরাবাণী। তিনি তুলে ধরেন ছবির প্রধান প্রতিপক্ষ ‘কুম্ভ’ চরিত্রের সংগীত পরিচিতি, যেখানে অভিনয় করেছেন পৃথ্বীরাজ। অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া হাজির হচ্ছেন ‘মন্দাকিনী’, আর মহেশ বাবু ‘রুদ্ধ’ চরিত্রে।
প্রযুক্তিগত বিলম্বের পর প্রদর্শিত প্রথম ফুটেজে দেখা যায়, গল্পটি বিস্তৃত হাজার বছরের সময়সীমা জুড়ে। প্রাচীন সভ্যতা থেকে আধুনিক যুগ এক বিস্তৃত মহাকাব্যিক যাত্রা। রাজামৌলি জানান, ছবির একটি অংশ তিনি তৈরি করেছেন ‘রামায়ণ’ এর নির্দিষ্ট অধ্যায় থেকে অনুপ্রাণিত হয়ে। ছোটবেলা থেকে মহাকাব্যভিত্তিক সিনেমা বানানোর যে স্বপ্ন তিনি লালন করেছেন, ‘বানারাসি’ সেই স্বপ্নেরই রুপ।
পরিচালক জানান, এখন পর্যন্ত ৬০ দিনের শুটিং সম্পন্ন হয়েছে। প্রতিটি শুটিং ডে ছিল বিশেষ চ্যালেঞ্জে ভরা। তাঁর মতে, এই সিনেমা তাঁর ক্যারিয়ারের স্মরণীয় কাজগুলোর একটি হয়ে উঠবে। সিনেমার কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য শুট করা হয়েছে আইম্যাক্স ফরম্যাটে, যার কিছু অংশ প্রদর্শন করা হয় অনুষ্ঠানে ১০০ ফুট এলইডি স্ক্রিনে।

সিনেমা নিয়ে পৃথ্বীরাজ বলেন,
এটা ভারতীয় সিনেমার সবচেয়ে সাহসী এবং উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পগুলোর একটি।
প্রিয়াঙ্কা চোপড়ার ভাষায়,
রাজামৌলি এমন একজন নির্মাতা, যিনি ভারতীয় সিনেমাকে বিশ্বমানের উচ্চতায় পৌঁছে দিয়েছেন।
মহেশ বাবু বলেন,
এ ছবির মাধ্যমে সবাইকে গর্বিত করবেন।
শ্রীদুর্গা আর্টস ও শোয়িং বিজনেস প্রযোজিত ‘বানারাসি’ ২০২৭ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে।

