দাউদ ইব্রাহিমের সঙ্গে পার্টি, কী বলছে নোরা ফাতেহি?
এবার মাদকচক্রে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুরসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রীদের। পার্টিতে অংশ নিয়েছিলেন বলে অভিযোগও উঠেছে। সম্প্রতি মুম্বাইয়ের অ্যান্টি নারকোটিক্স সেল একটি বড় মাদক সিন্ডিকেটের সন্ধান পায়। যেটা শীর্ষ মাদক ব্যবসায়ী সেলিম দোলা নিয়ন্ত্রণ করেন। এই সেলিম দোলা আবার দাঊদ ইব্রাহিমের সহযোগী হিসেবে পরিচিত।

ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, সেলিম দুবাইতে বসে পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। তার ছেলে তাহের দোলাকে গেলো আগস্টে সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরিয়ে আনা হয়। তার কাছ থেকে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
তাহেরের ভাষ্য, বেশকিছু বলিউড অভিনেতা-অভিনেত্রী, মডেল, র্যাপার ও ফিল্মমেকার তাদের আয়োজন করা ড্রাগ পার্টিতে অংশ নিয়েছিলেন। সেটা ভারত এবং ভারতের বাইরেও। অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে ছিলেন শ্রদ্ধা কাপুর, তার ভাই সিদ্ধার্থ কাপুর, নোরা ফাতেহি, আলিশা পারকার, জিশান সিদ্দিকি, আব্বাস মুস্তানসহ আরও অনেকে। এখানেই শেষ নয়, দাউদের চক্রের সঙ্গে নাকি টাকার লেনদেনও হয় তাদের।

অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: নোরা ফাতেহি
বলিউড অভিনেত্রী নোরা ফতেহির দাবি, অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। নোরা ফতেহি জানিয়েছেন, এই অভিযোগগুলো তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন ধ্বংসের অপচেষ্টা।
নোরা ফাতেহি ও শ্রদ্ধা কাপুরকে তলব করবে পুলিশের
এ ঘটনায় তদন্তে নেমেছে ভারতীয় পুলিশ। শিগিগিরি তাদের জিজ্ঞাসাবাদের জন্য মুম্বই পুলিশ সমন পাঠাবে বলেও জানা গেছে। বছরখানেক আগে মাদক–কাণ্ডে সিদ্ধার্থ কাপুরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তিনি জামিনে মুক্তি পান।