ফারিণের প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’ আলোচনায়

আবারো আলোচনার কেন্দ্রে রয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এবার তিনি অভিনয় ছাড়াও প্রযোজনায় কাজ করবেন। তার প্রতিষ্ঠানের নাম ‘ফড়িং ফিল্মস’। যা দিয়ে অভিনেত্রী ফারিণ জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। এই উদ্যোগের মাধ্যমে অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি তার নামের পাশে ‘প্রযোজক’ উপাধি যুক্ত হচ্ছে।
সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ফারিণ লিখেন, ‘‘নতুন অধ্যায়ের শুরু ‘ফড়িং ফিল্মস’ আমার প্রডাকশন হাউস। সবাই আমার জন্য দোয়া করবেন।’’ পোস্ট করার পরপরই লাইক, কমেন্টে, রি-অ্যাক্ট আর শুভেচ্ছায় পোস্টটি রঙিন হয়ে যায়।
নতুন ভূমিকায় তাসনিয়া ফারিণ, চাইলেন দোয়া
পোস্টে তাসনিয়া ফারিণকে ‘Film Producer’ বলে উল্লেখ করেন জনপ্রিয় পরিচালক কাজল আরেফিন অমি। তার মন্তব্যের উত্তরে হাস্যরসাত্মক ভঙ্গিতে ফারিণ জানান,
“ফিল্ম পর্যন্ত ভাবি নাই এখনো! আপাতত শর্ট কনটেন্টেই আছি।” জনি মিয়া নামের একজন অভিনন্দন জানালে তাকেও জবাবে ধন্যবাদ জানান ফারিণ। কনিকা নামের একজন মন্তব্য করেছেন, ‘দোয়া রইলো সাফল্যের শেষ চূড়ায় যেন উঠতে পারেন’।

এর আগে ফারিণ জানান, বছরের শেষ দিকে তার গাওয়া একটি গানের ভিডিও প্রকাশ পাবে। এটিই হবে প্রতিষ্ঠানের প্রথম কাজ। এই ভিডিও দিয়েই ‘ফড়িং ফিল্মস’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।
তবে ফারিণ এখনই নিশ্চিত করে বলতে চান না, তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক বা সিনেমা তৈরি হবে কি না। আপাতত তিনি একটি মিউজিক ভিডিও দিয়েই শুরু করতে চান। এরপর ধীরে ধীরে নতুন পরিকল্পনা করবেন। ফারিণ মনে করছেন, নিয়মিত কাজ চালিয়ে যাওয়াই এখন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এদিকে, বর্তমানে বিজ্ঞাপন নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি কলকাতার একটি সিনেমায় তাকে দেখা যেতে পারে, এমন গুঞ্জনও চলছে। এই অভিনেত্রীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমায়, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন শরিফুল রাজ।