Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, নভেম্বর ৮, ২০২৫

বুবলী-আদরের নতুন ছবি ‘ঢাকাইয়া দেবদাস’: রোমান্সে ভরপুর

বুবলী-আদরের নতুন ছবি ‘ঢাকাইয়া দেবদাস’

‘ঢাকাইয়া দেবদাস’ প্রেম, সংস্কৃতি ও প্রেমের গল্প

পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতি নিয়ে নির্মাণ হচ্ছে সিনেমা। ‘ঢাকাইয়া দেবদাস’ নামে ছবিটি নির্মাণ করছেন পরিচালক জাহিদ হোসেন।  ঢালিউডে আসছে বুবলী-আদরের নতুন ছবি ‘ঢাকাইয়া দেবদাস’ । প্রেম, ড্রামা ও আবেগে ভরপুর এই চলচ্চিত্র ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। রাজধানীর একটি ক্লাবে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে এই সিনেমার আনুষ্ঠানিক যাত্রা।

বুবলী-আদরের নতুন ছবি ‘ঢাকাইয়া দেবদাস’

মহরত অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে উঠে আসে শাকিব খানের প্রসঙ্গও।  সাংবাদিকদের প্রশ্ন ছিল, শাকিব কি অন্য নায়কদের সঙ্গে বুবলীর কাজ আটকে দিয়েছেন কখনো? বুবলী প্রশ্নটির সরাসরি উত্তর না দিয়ে বেশ কৌশলীভাবে বিষয়টি সামলান।  বলেন, ‘আসলে শাকিব-বুবলী জুটি বরাবরই দর্শকদের পছন্দের। সেখান থেকে দর্শকদের ভালোবাসা সব সময় ছিল, আছে এবং থাকবে।  আমরা শিল্পী হিসেবে কাজ করি। সবাই নিজের জায়গা থেকে, নিজস্ব সত্ত্বা নিয়ে।  আমার মনে হয়, যখন অন্য শিল্পীদের সঙ্গে কাজ করি, তখনো দর্শকেরা সেটাকে তাদের মতো করেই গ্রহণ করেন।’

বুবলী-আদরের নতুন ছবি ‘ঢাকাইয়া দেবদাস’

পরিচালক জাহিদ হোসেন জানান, ‘ঢাকাইয়া দেবদাস’ মূলত প্রেমের গল্পের সিনেমা।  ‘সারা বঙ্গের মানুষজন কিন্তু পুরান ঢাকায় বাস করে।  এখানে মধ্যপ্রাচ্যের লোকজনও আছে।  পাঠান, সম্রাট, মোঘলসহ নানা সংস্কৃতির মিশ্রণ এখানে।  এই পুরান ঢাকার সংস্কৃতি ও আচার-অনুষ্ঠান আমরা সিনেমায় তুলে ধরব এক প্রেম কাহিনীর মাধ্যমে’।

জানুয়ারিতে পুরান ঢাকায় হবে সিনেমার দৃশ্যধারণ

জাতি, ধর্ম, সম্প্রদায়ের ভাষা, সমাজ–সংস্কৃতিভিত্তিক চলচ্চিত্র বিরল।  সমাজ, ধর্ম, ভাষা ও সংস্কৃতির মেলবন্ধন হচ্ছে পুরান ঢাকা।  পরিচালক জানান–চরিত্রের মাধ্যমে গল্পের ভেতর দিয়ে সেগুলো তুলে ধরা হবে।  মহরম, তাজিয়া মিছিল, রমজান, ইফতার, ঈদ উৎসব, কাওয়ালী, কাসিদা সংগীত সব তুলে ধরা হবে।  হিন্দু সম্প্রদায়ের পূজা, বৌদ্ধদের উৎসব সবই আসবে সিনেমায়।

বুবলী-আদরের নতুন ছবি ‘ঢাকাইয়া দেবদাস’

পুরান ঢাকায় হবে সিনেমার দৃশ্যধারণ। পুরো সংস্কৃতি তুলে ধরতে দীর্ঘসময় শুটিং করা হবে।  সাকরাইন উৎসবে শুরু হবে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং। আদর-বুবলী ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপুসহ অনেকেই।  সিনেমাটির প্রযোজনা ও পরিবেশনায় থাকছে এক্সেল ফিল্মস ও রেভুলেশন মুভিজ ইন্টারন্যাশনাল। প্রসঙ্গত, বুবলী’র সঙ্গে  জুটি বেঁধে আদর আজাদ বেশ কয়টি ছবিতে নায়ক হয়েছেন। আবারও জুটি বাঁধছেন আদর আজাদ। বুবলী’র সঙ্গে তালাশ, লোকাল, পিনিক ও খেলা হবে নামের ছবিগুলোতে জুটিবদ্ধ হয়েছেন সেই ধারাবাহিকতায় এবার তারা আবারও জুটি হচ্ছেন ‘ঢাকাইয়া দেবদাস’ মুভিতে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাজকীয় লুকে বুবলী – নজর কেড়েছে চিত্রনায়িকা

নতুন লুকে চমকে দিলেন স্টাইল আইকন বুবলী ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। স্টাইল আইকন হিসেবে আলাদা পরিচিতি…
রাজকীয় লুকে বুবলী

জোহরান মামদানিকে প্রিয়াঙ্কার শুভেচ্ছা বার্তা

জোহরান মামদানির সাফল্যে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানিকে…

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে অ্যাঞ্জেলিনা জোলি

বুলেটপ্রুফ জ্যাকেট-হেলমেট পরে ইউক্রেনে জোলি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে সফর করেছেন হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী…
0
Share