নায়ক শাকিব খানকে দেখতে ভক্তদের ভিড়
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। একের পর এক চমক দিচ্ছেন ভক্তদের। সম্প্রতি শাকিব অভিনীত সব সিনেমাই জনপ্রিয়তা পেয়েছে। বলা যায় ক্যারিয়ারে উজ্জ্বল সময় পার করছেন। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছিল শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’র প্রথম লুক। এবার বনানীতে ‘সোলজার’ এর সেই লুক নিয়ে ভক্তদের চমক দিলেন নায়ক শাকিব খান। যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

শুক্রবার রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে ‘সোলজারে’র লুকে হাজির হন শাকিব খান। তার আসার খবরে বনানীতে বিপুল সংখ্যক দর্শক সমাগম হয়। উপস্থিত সবাই ‘শাকিব খান’ ‘শাকিব খান’ বলে চিৎকার করেছেন। কেউ কেউ আসেন তাকে এক নজর দেখতে। নায়কও হাত নেড়ে ভক্তদের ভালোবাসার জবাব দেন। ভক্তদের শুভেচ্ছা জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাদা শার্ট, কালো জ্যাকেট আর মানানসই সানগ্লাসে সিনেমাটিক লুকে হাজির হন শাকিব খান। তার এই নতুন গোঁফওয়ালা স্টাইল আর পোশাক দেখে মুগ্ধ পথচারীরা। কেউ বলছেন, ‘কিরে বাবা, বয়স খালি কমে, বাড়ে না!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘বস।’ এমন অসংখ্য প্রতিক্রিয়ায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া।

আগামী বছর মুক্তি পাবে ‘সোলজার’ সিনেমা
নির্মাতা সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। শাকিব-তিশা ছাড়াও আরও অভিনয় করছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমন। সবকিছু ঠিক থাকলে আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে।