Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬

মা-বাবা হলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি

মা-বাবা হলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি

ক্যাটরিনা-ভিকির ঘরে এলো নতুন অতিথি

মা-বাবা হলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি । নতুন জীবনের আনন্দে উচ্ছ্বসিত তারকা দম্পতি, ভক্তদের শুভেচ্ছায় ভাসছে বলিউড। শুক্রবার তাদের ঘরে এসেছে পুত্রসন্তান।  সন্তান জন্মের সুখবরটি দুজনেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে যৌথ এক পোস্টে ক্যাটরিনা ও ভিকি লিখেছেন,

‘আমাদের জীবনে এসেছে আনন্দের এক নতুন অধ্যায়।  ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই।’

এই পোস্টে বাবা-মা হওয়ার আনন্দ প্রকাশ করেছেন দুজন।  সবার ভালোবাসা ও শুভ কামনার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

মা-বাবা হলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি
মা-বাবা হলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি

ক্যাটরিনার সুখবরে আনন্দে ভাসছে বলিউড

ক্যাটরিনা-ভিকির সুখবরে আনন্দে ভাসছে বলিউড।  নতুন অতিথির আগমনে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।  বলিউড অভিনেত্রী কারিনা কাপুর মন্তব্যের ঘরে লিখেছেন, ‘ছেলের মা ক্লাবে তোমাকে স্বাগতম।  ভিকি ও তোমার জন্য অনেক শুভেচ্ছা’।  অভিনেতা আয়ুষ্মান খুরানা লিখেছেন, ‘সেরা সংবাদ! অভিনন্দন’।  এছাড়াও  শুভেচ্ছা জানিয়েছেন, অনিল কাপুর, সোনাম কাপুর, শিল্পা রাই, মাধুরী দীক্ষিত, প্রিয়াঙ্কা চোপড়া, বানি কাপুর।  

মা-বাবা হলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি

গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়েছিলেন ভিকি ও ক্যাটরিনা। তারা মা-বাবা হতে চলেছেন। এরপর থেকেই বলিউডের অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই বিশেষ দিনের। কবে আসছে ‘ভিকি-ক্যাট’-এর ঘরে নতুন সদস্য? তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে নানা জল্পনা, আলোচনা, ফিসফাস। এর আগে, ভিকির ভাই অভিনেতা সানি কৌশলও ভিকি-ক্যাটরিনার পরিবারে নতুন অতিথি আসার খবর নিয়ে মুখ খুলেছিলেন। 

মা-বাবা হলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি

বলিউডের আলোচিত তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।  ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজকীয় আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন এই দুই তারকা। তারপর থেকে প্রেম, দাম্পত্য, ছুটির ছবি, একসঙ্গে উপস্থিতি সবকিছুই বারবার খবরের শিরোনাম হয়েছে।

আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যাটরিনার জীবনে বাবার প্রভাব খুবই কম।  বাবার সঙ্গে শেষ দেখা হওয়ার স্মৃতিও খুব আবছা। মায়ের ছত্রছায়ায় বড় হয়েছেন অভিনেত্রী। সেজন্যই ক্যাটরিনা বেশি সংবেদনশীল ও আন্তরিক।  আর ভিকি বড় হয়েছেন মুম্বইয়ের এক মধ্যবিত্ত পরিবারে। ভিকির বাবা পেশায় ল়ড়াইয়ের দৃশ্যের পরিচালক আর মা গৃহবধূ। অন্যদিকে, একাকী মায়ের কাছে বড় হয়েছেন ক্যাটরিনা। সাত বোনের মধ্যে তিনিই সবচেয়ে বড়।

সবশেষ ভিকি কৌশলকে দেখা গেছে চলতি বছরের শুরুর দিকে, ব্যবসা সফল ‘ছাভা’ সিনেমায়।  অন্যদিকে, ক্যাটরিনা কাইফকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৪ সালের থ্রিলার ‘মেরি ক্রিসমাস’-এ, যেখানে সহ-অভিনেতা ছিলেন বিজয় সেতুপতি। 

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ায় গাইবেন রুনা লায়লা

অস্ট্রেলিয়ায় গাইবেন রুনা লায়লা বাংলাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা প্রায় এক দশক পর আবারও…
প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ায়

সিবিআইয়ের জেরার মুখে থালাপতি বিজয়

থালাপতি বিজয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং রাজনীতিক থালাপতি বিজয়ের সময়টা বেশ কঠিন যাচ্ছে। তার রাজনৈতিক…
সিবিআইয়ের জেরার মুখে থালাপতি বিজয়

‘জ্যাক রায়ান’ সিরিজে উঠে এসেছিল ভেনেজুয়েলা প্রসঙ্গ

‘জ্যাক রায়ান’ সিরিজ আমরা যাকে ফিকশন বলি তা যে একেবারেই বাস্তবতা বিবর্জিত নয় তা আবারো উঠে এসেছে আলোচনায়। মাঝে…
‘জ্যাক রায়ান’ সিরিজে
0
Share