নতুন লুকে চমকে দিলেন স্টাইল আইকন বুবলী
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। স্টাইল আইকন হিসেবে আলাদা পরিচিতি রয়েছে ঢালিউডে। শুধু সিনেমা আর শাকিব খান ইস্যু নয়, রূপ-লাবণ্য দিয়েও ভক্তদের মন ভরিয়ে দেন এই চিত্রনায়িকা। শবনম বুবলীর সৌন্দর্য নিয়ে আলাদা করে কিছুই বলার নেই। মানিয়ে যায় তাকে সব ধরনের পোশাকে। এবার সাদা পোশাকের সঙ্গে পরিপাটি গয়না ও স্মার্ট হেয়ারস্টাইলে রাজকীয় লুকে বুবলী । যা ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজকীয় লুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করার পর ঝড় উঠে ভক্তদের হৃদয়ে। বুবলীকে দেখা গেছে অফ-শোল্ডার সাদা ফুলেল টপ আর কালো জমকালো গাউনে। একটি কালো বিলাসবহুল স্পোর্টস কারের বনেটে বসে আছেন বুবলী; যা আলাদা মাত্রা এনে দেয়। গাড়ির ইন্টেরিওর কালারও যেন মিশে গেছে তার রাজকীয় লুকের সঙ্গে। একদিকে ক্যামেরার দিকে লাস্যময়ী চাহনি, অন্যদিকে স্টিয়ারিংয়ে হাত রেখে এক আত্মবিশ্বাসী ভঙ্গি। সব মিলিয়ে যেন ফ্যাশনের এক জীবন্ত সিনেমা দেখিয়ে দিলেন নায়িকা।
বুবলীর রাজকীয় লুক দেখে ভক্তদের হৃদয়ে ঝড়

ছবির মন্তব্যের ঘরে মামুন খান নামে একজন লিখেছেন- ‘তোমাকে রাণীর মতো লাগছে’। আরেকজন লিখেছে ‘বসের মতো লড়ো, রাণীর মতো বাঁচো।’ কয়েক ঘণ্টার মধ্যেই বুবলীর এই ছবিগুলোতে ভরে গেছে হাজার হাজার লাইক ও মন্তব্যে। কেউ কেউ লিখেছেন, ‘জাস্ট লাইক ওয়াও’। আবার কেউ বলেছেন, ‘এ যেন ঢালিউডের হলিউড সংস্করণ।’

বর্তমানে সিনেমায় ব্যস্ততা না থাকলেও বিভিন্ন ফটোশুট কিংবা ইভেন্টে যোগ দিয়ে ব্যস্ত থাকছেন বুবলী।