দুটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন দীর্ঘ এক যুগ ধরে ক্রয়কৃত সম্পত্তি থেকে এবার বড় অঙ্কের অর্থ লাভ করেছেন। গত বছর পর্যন্ত মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় জমি ও ফ্ল্যাট কিনে নিজের সম্পত্তি বৃদ্ধি করছেন। তবে এবার তিনি একসঙ্গে দুটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন। ফ্ল্যাট দুটি অবস্থিত ছিল মুম্বাইয়ের পূর্ব গোরেগাঁওয়ের এক প্রিমিয়াম আবাসনে, যা ২০১২ সালে ৮.১২ কোটি টাকায় কেনা হয়েছিল।
১৩ বছর পর অমিতাভ এক একটি ফ্ল্যাট ৬ কোটি টাকায় বিক্রি করে মোট ১২ কোটি টাকার লাভ অর্জন করেছেন। অর্থাৎ ক্রয়ের দামের তুলনায় ৪৭ শতাংশ বেশি মূল্যে ফ্ল্যাট দুটি বিক্রি করা হলো।
প্রথম ফ্ল্যাটটি বিক্রি হয় ৩১ অক্টোবর, যার স্ট্যাম্প ডিউটি হয়েছে ৩০.৩ লক্ষ টাকা। দ্বিতীয় ফ্ল্যাটটি বিক্রি হয় ১ নভেম্বর। উভয় ফ্ল্যাটেই রয়েছে গাড়ি পার্কিং সুবিধা। এর আগে, ২০২৫ সালের জানুয়ারি মাসে আন্ধেরিতে ৫,১৮৫ বর্গফুটের ডুপ্লেক্স ফ্ল্যাট ৮৩ কোটি টাকায় বিক্রি করেছিলেন অমিতাভ।
অমিতাভের মতোই পুত্র অভিষেক বচ্চনও সম্পত্তি বিনিয়োগে বিশেষ আগ্রহী। ২০২৪ সালে মুম্বাইয়ের এক বহুতলে একসঙ্গে ছয়টি ফ্ল্যাট কিনেছিলেন যা কিনতে তিনি খরচ করেছিলেন ১৫.৪২ কোটি টাকা। এছাড়াও বাবা ও ছেলে যৌথভাবে মুম্বাইয়ের আরও এক বহুতলে ১০টি ফ্ল্যাট ক্রয় করেছেন যার জন্য খরচ হয়েছিল ২৪.৯৪ কোটি টাকা। বলিউডের এই পরিবার সম্পত্তি বিনিয়োগে যেমন আগ্রহী, তেমনই ক্রয়ের পর বিক্রির মাধ্যমে লাভ অর্জন করতেও দক্ষতার পরিচয় দিচ্ছেন।
প্রসঙ্গত অমিতাভ বচ্চন ১১ অক্টোবর ৮৩ বছরে পা দিয়েছেন। এবারের জন্মদিনে তিনি নিজের জন্য একটি বড় জমি কিনেছেন, যার আনুমানিক মূল্য ৬ কোটি ৫৯ লাখ রুপি।