বিএনপির প্রার্থী তালিকায় শিল্পী না থাকায় শোবিজে আলোচনা
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি। তবে, বিএনপির প্রার্থী তালিকায় নেই শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের নাম। রাজনীতির সঙ্গে বিনোদন অঙ্গনের কয়েকজন যুক্ত থাকলেও ভাগ্যে জোটেটি দলের টিকিট। এনিয়ে শোবিজ অঙ্গনেও শুরু হয়েছে নানা আলোচনা।
ভোটের মাঠের আলোচনায় ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন, রুমানা মোর্শেদ কনকচাঁপা, মনির খান এবং চলচ্চিত্র অভিনয়শিল্পী আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। তবে, মনোনয়ন প্রাপ্তদের প্রাথমিক বাছাইয়ে দেখা যায়নি কারো নাম।
বিএনপি প্রার্থী তালিকায় নেই বেবী নাজনীন-কনকচাঁপা

২০১৮ সালে নীলফামারী-৪ আসন থেকে মনোনয়ন পান বেবী নাজনীন। সেসময় আওয়ামী লীগ শাসনামলে বাধার কারণে সংগীতচর্চা চালিয়ে যেতে পারেননি এই শিল্পী। স্বাচ্ছন্দ্যে কাজ করতে না পেরে দেশ ছাড়েন। একমাত্র সন্তানকে নিয়ে থাকতেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে গানের অনুষ্ঠানে অংশ নিতেন। একই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডেও ছিলেন সক্রিয়। এবার সেই আসনে টিকিট দেওয়া হয়েছে মো. আব্দুল গফুর সরকারকে।
সংগীতের পাশাপাশি বিএনপির রাজনীতিতে বেশ সক্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিরাজগঞ্জে রাজনৈতিক কর্মকাণ্ডে সরব হন তিনি। গুঞ্জন ছিল সিরাজগঞ্জ ১ আসনে দ্বিতীয়বার বিএনপির পক্ষে টিকিট পেতে পারেন কনকচাঁপা। তবে, আসনটিতে এখনও কাউকে ঘোষণা করা হয়নি।
ঝিনাইদহ–৩ আসনে মনোনয়ন পাওয়ার দৌঁড়ে ছিলেন সংগীতশিল্পী মনির খান। তবে, শেষ পর্যন্ত সেরকম কিছু হয়নি। সেখান থেকে মনোনয়ন দেয়া হয়েছে মোহাম্মদ মেহেদী হাসানকে।
এছাড়াও মনোনয়নের আলোচনায় ছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্সী, চলচ্চিত্র অভিনয়শিল্পী হেলাল খান ও শিবা সানুর নাম। তবে, তাদের কেউই পায়নি বিএনপির মনোনয়ন।