ছেলেকে নিয়ে হ্যালোউন উৎসবে শাবনূরের চমক
হ্যালোউন উৎসবে শাবনূর এর নতুন লুক ও সাজসজ্জা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বসবাস করছেন অস্ট্রেলিয়াতে। বর্তমানে পর্দার বাইরে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। নানা উৎসবে মজার পোস্টে মাতিয়ে রাখেন সবার মন। এবার পশ্চিমাদের জনপ্রিয় হ্যালোইন উৎসবে ছেলেকে নিয়ে ভূতের অভিনব লুকে হাজির হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি ছবি প্রকাশ করেছেন। যা দেখে চমকে গেছেন ভক্তরা।

শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে নতুন ছবি প্রকাশ করেন শাবনূর। ছবিতে দেখা যায়, একমাত্র ছেলেকে নিয়ে ভূতের সাজে সেজেছেন অভিনেত্রী। ভয়ংকর ভূতের সাজে তাদের সাথে আছেন অস্ট্রেলিয়ার অনেকেই।
ক্যাপশনে শাবনূর লেখেন—’আমি সাধারণ মা নই। আমি একজন দুর্দান্ত মা, যিনি একজন ডাইনিও!’

পোস্টের শেষে হাসির ইমোজি ও উৎসবের মুডে শাবনূর জানিয়েছেন, হ্যালোইনের শুভেচ্ছা বাচ্চারা! এটা শুধু মজা করার জন্য।
শাবনূরের পোস্ট, ভক্তদের ভালোবাসায় ভরপুর
পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই ভক্তদের লাইক, রিঅ্যাকশন ও কমেন্টে ভরে ওঠে। মন্তব্যের ঘরে খালেদ পারভেজ নামের একজন লিখেছেন- ‘ভয় পাইছি প্রিয় অভিনেত্রী’। আরেকজন লিখেছেন-“আমাদের শাবনূর এখনো আগের মতোই ঝলমলে!”
এই পোস্টে তার আরেক ভক্ত লিখেছেন “শাবনূরকে এমন হাসিখুশি ও আত্মবিশ্বাসী রূপে দেখতে ভালো লাগে।” কেউ কেউ আবার লিখেছেন, “কুল মম মানেই শাবনূর!”

তিন দশকের বেশি শাবনূরের সোনালী অধ্যায়
১৯৯৩ সালের ১৫ অক্টোবর নির্মাতা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শাবনূরের। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর সঙ্গে গড়ে ওঠে জনপ্রিয় এক জুটি। যা এখনো দর্শকদের হৃদয়ে নাড়া দেয়।
দীর্ঘ ৩১ বছরের অভিনয়জীবনে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন শাবনূর। এর মধ্যে আছে ‘স্বপ্নের ঠিকানা’, ‘প্রেমের তাজমহল’, ‘আমার প্রাণের স্বামী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘ভালোবাসি তোমাকে’, ‘আনন্দ অশ্রু’, ‘বউ–শাশুড়ির যুদ্ধ’, ‘হৃদয়ের বন্ধন’ ও ‘মোল্লাবাড়ীর বউ’।