Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫

মমতার বিস্ফোরক মন্তব্য – দাউদ ইব্রাহিম সন্ত্রাসী নন

মমতার বিস্ফোরক মন্তব্য
দাউদ ইব্রাহিম – মমতা

দাউদ ইব্রাহিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার

দাউদ ইব্রাহিম সন্ত্রাসবাদী নন।  ভারতে কোনও রকমের সন্ত্রাসবাদ চালাননি।  এমন দাবি করলেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী মমতা কুলকার্নি।  উত্তরপ্রদেশের গোরখপুরে এক অনুষ্ঠানে দাউদ ইব্রাহিম নিয়ে করা মমতার বিস্ফোরক মন্তব্য নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি করেছেন।  ইন্ডিয়া টিভি নিউজ, ইন্ডিয়া টুডে, জি-নিউজ, আনন্দবাজারসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের শিরোনাম হয়েছেন।

মমতার বিস্ফোরক মন্তব্য

মমতা বলেন,“ দাউদ ইব্রাহিমের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই।  অন্য একজনের নাম জড়িয়েছিল ওর সঙ্গে।  ও (দাউদ ইব্রাহিম) কিন্তু এই দেশে কোনও বোমা বিস্ফোরণ বা দেশবিরোধী কাজ করেনি।  আমি ওর পক্ষ নিয়ে বলছি না।  তবে, ওকে সন্ত্রাসবাদী বলা যায় না।  পার্থক্যটা বুঝতে হবে।”

তিনি আরও বলেন, ‘যখন দাউদ ইব্রাহিমের নাম নেন..যে ব্যক্তির সঙ্গে আমার নাম জড়িত, সে কখনও মুম্বাইতে বোমা হামলা করেনি।  আমি দাউদকে কখনো আমার জীবনে দেখিনি।’

আলোচনায় প্রাক্তন অভিনেত্রী মমতার অজানা অধ্যায়

২০১৫ সালে মাদকপাচার কাণ্ডে নাম জড়ায় মমতার।  প্রাক্তন অভিনেত্রীর বিরুদ্ধে উঠেছিল মাদকপাচারের অভিযোগও। ২০০০ কোটি টাকার মাদকপাচার কাণ্ডে নাকি মমতার বড় ভূমিকা ছিল। তবে, তার বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ থেকে অব্যাহতি পান তিনি। বেশ কিছু দিন ভারতের বাইরে ছিলেন বলিউডের প্রাক্তন এই অভিনেত্রী।

মমতার বিস্ফোরক মন্তব্য

ক্যারিয়ারে শীর্ষে থেকে কেন অন্তরালে যান মমতা?

নব্বইয়ের দশকে পর্দায় দাপুটে উপস্থিতি ছিল তার।  প্রথম ছবি ‘তিরঙ্গা’ সফল হওয়ার পরমুহূর্তেই জনপ্রিয়তা পান মমতা। তখন আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ছিল বলিউডে প্রকট। গুঞ্জন ছিল ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহচর ছোট রাজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। ছোট রাজন দেশ ছাড়ার পর তাদের সম্পর্ক ভেঙে যায়।  ক্যারিয়ারের শীর্ষে থেকেও একসময় হঠাৎ অন্তরালে চলে যান মমতা।

দাউদ ইব্রাহিমকে এখনও খুঁজছে ভারতীয় পুলিশ

১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ের ১৩টি স্থানে বিস্ফোরণ হয়।  এতে সাড়ে তিনশ সাধারণ মানুষ নিহত হয়।  ভারতের পুলিশের ধারণা, এ বোমা হামলায় দাউদ ইব্রাহিমের হাত ছিল। এরপর থেকেই তাকে ধরার জন্য খুঁজছে ভারতের পুলিশ।  তবে পুলিশ বলে আসছে, দাউদকে পাকিস্তান সরকার আশ্রয় দিয়েছে। একই সঙ্গে তিনি পাকিস্তান থেকে এখনো তার অপরাধ কার্যক্রম পরিচালনা করছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ২০০৩ সালে দাউদকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে আখ্যা দিয়েছে।  একই সঙ্গে ইন্টারপোলও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৫২ বছর বয়সে বিয়ে করেছেন অভিনেত্রী মহিমা চৌধুরী

সোশাল মিডিয়ায় ব্যাপক হইচই বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী চলচ্চিত্র জগৎ থেকে অনেক আগেই সরে গিয়েছেন। তবে দীর্ঘ…
৫২ বছর বয়সে বিয়ে করেছেন অভিনেত্রী মহিমা।

চঞ্চল-নিশোর ‘দম’ সিনেমায় নায়িকা হচ্ছেন পূজা চেরী  

নায়িকাকে পরিচয় করিয়ে দিলেন নির্মাতা ও প্রযোজক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি ‘দম’…
চঞ্চল-নিশোর ‘দম’ সিনেমায় নায়িকা হচ্ছেন পূজা চেরী

মর্গের রিপোর্টে সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়

২৯ বছর পর আবারও আলোচনায় সালমান শাহর মৃত্যু চিত্রনায়ক সালমান শাহ এর মৃত্যু যেন এখনো এক রহস্যময় অধ্যায়। তার…
মর্গের রিপোর্টে সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
0
Share