জয়া আহসান এর পদবি: আলোচনায় অভিনেত্রীর নামের রহস্য
দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। যার শোবিজ অঙ্গনে ক্যারিয়ার শুরু হয়েছিল জয়া মাসউদ নামে। ১৯৯৮ সালে মডেল ও অভিনেতা ফয়সাল আহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। নিজের নামের শেষে মাসউদের বদলে জুড়ে নেন আহসান। সেই থেকে জয়া ‘আহসান’ পদবি ব্যবহার শুরু। এরপর দুই বাংলাতেই তিনি জয়া আহসান নামে পরিচিত। বিচ্ছেদের ১৪ বছর পরও ব্যবহার করছেন জয়া ‘আহসান’ পদবি। জয়া আহসান এর পদবি নিয়ে চলছে আলোচনা! জানুন কেন তিনি এখনো ‘আহসান’ পদবি ব্যবহার করছেন এবং এর পেছনের আসল কারণ কী। সম্প্রতি কলকাতাভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে আবারও বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী।

১৪ বছরেও বিচ্ছেদ নিয়ে মুখ খুলেননি কেউ
বিয়ের পর সুন্দরভাবেই কাটে এই দম্পতির সংসার। কিন্তু একটা দীর্ঘ সময় কাটানোর পর বিয়ে ভাঙে জয়া ও ফয়সালের। শোনা যায়, ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে ডিভোর্স দেন জয়া। কিন্তু তারপর পরস্পরকে নিয়ে কখনও নেতিবাচক মন্তব্য করেননি প্রাক্তন এই দম্পতি। সম্পর্ক ভাঙলেও নিজের নামের পাশ থেকে স্বামীর পদবি সরাননি জয়া।
কোথায় আছেন জয়ার প্রাক্তন স্বামী ফয়সাল
ফয়সাল আহসান ঢাকার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তার পূর্বপুরুষদের হাতেই গড়ে উঠেছিল সদরঘাটে অবস্থিত দেশের ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিল। ১৯৯৮ সালে একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন জয়া ও ফয়সাল। সেখানেই প্রথম দেখা। শুটিংয়ে এক ঘণ্টা দেরি করে আসেন ফয়সাল। মেকআপ নিয়ে অপেক্ষা করছিলেন জয়া। রেগে ক্ষোভ ঝেড়েছিলেন ফয়সালের ওপর। নানা তিক্ত কথা শুনিয়ে দেন। সেই রাগই পরে বদলে যায় অনুরাগে। সেই প্রণয় পরে গড়ায় পরিণয়ে। জয়ার সঙ্গে বিচ্ছেদরে পর, শোবিজ ছাড়েন ফয়সাল। বর্তমানে রেস্টুরেন্ট, বুটিক হাউজ ও আমদানি-রফতানি ব্যবসা নিয়ে ব্যস্ত। এছাড়া হকির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত।

ফয়সাল অন্তরালে চলে গেলেও জয়া চুটিয়ে অভিনয় করছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে অভিনয়টাই তার কাছে সব কিছু। ঠিক কী কারণে বিচ্ছেদ হয়েছিল তা নিয়ে কেউই মুখ খোলেননি তারা। তবে বিচ্ছেদের এত বছর পরেও প্রাক্তন স্বামীর পদবি জুড়ে রেখেছেন নিজের নামের সঙ্গে। সম্প্রতি এই প্রসঙ্গে জয়া বলেন, ‘‘যার নাম গ্রহণ করেছি সে কি আপত্তি জানিয়েছে? আর জয়া আহসান নামটা বর্তমানে একটা ব্র্যান্ড। তাই দর্শককে বিভ্রান্ত করার কোনও মানে হয় না। আমার জীবনের বিষয়গুলো এত ঠুনকো নয়। আহসান থেকে মাসুদে ফিরলেই সব ঠিক হয়ে যাবে, এমনটা নয়।’’ বর্তমানে নিজেকে ‘সিঙ্গল’ বলে দাবি করেন জয়া আহসান।
অভিনয়ে দুই দশকের বেশি জয়া আহসান
অভিনেত্রী হিসেবে জয়া আহসানের দুই দশকের বেশি সময়ের পথচলা। শুরুতে নাটকে অভিনয় করে তিনি পরিচিতি পান। পরে সিনেমায় অভিনয় শুরু করেন। নূরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’ দিয়ে নাম লেখান বড় পর্দায়। অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ভারতেও তাঁর এক দশকের বেশি সময়ের ক্যারিয়ার।